Relationships: নিজে হয়ত আকাশ কুসুম ভাবছেন, কিন্তু তাঁর কাছে শুধুই বন্ধু আপনি, বুঝুন লক্ষণ দেখে
সময়ের সঙ্গে বদলেছে সম্পর্কের সমীকরণও। দুই বিপরীত লিঙ্গের মানুষ একসঙ্গে সময় কাটালেই প্রেমের সম্পর্ক গড়ে উঠবে, এমন বাধ্যবাধকতা নেই। পরস্পরের ভাল বন্ধু হতে পারেন তাঁরা। আবার একজনের মধ্যে প্রেম জাগলেও, অন্য জনের মধ্যে তেমন অনুভূতি না আসতেই পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু অনেক সময়ই এই বোঝাপড়ায় খামতি থেকে যায়। তাই সামনের জনের অনুভূতি বুঝতে পারি না আমরা। প্রেম নিবেদন করতে গেলে সামনের জন যখন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন, মন ভেঙে যায়। তাই সামনের জন যে শুধুই বন্ধুত্ব চান, তা আগে থেকে জেনে রাখা ভাল। কিছু লক্ষণ দেখলেই এ ব্যাপারে স্পষ্ট ধারণা জন্মায়।
ঘণ্টার পর ঘণ্টা হয়ত কথা বলে কেটে যাচ্ছে। কিন্তু প্রেম বা আদরমাখা কোনও আচরণ আসছে না সামনের জনের থেকে। হালকা ইয়ার্কি-ঠাট্টাতেই রয়েছেন তিনি। এক্ষেত্রে সতর্ক হয়ে যাওয়া প্রয়োজন।
সারাক্ষণ হয়ত আপনার পিছনে লাগেন তিনি। আপনাকে রাগিয়ে দেন, ব্যঙ্গ করেন। কিন্তু চোখে চোখ রেখে গভীর সংযোগে আগ্রহ নেই তাঁর। বুঝতে হবে, তাঁর কাছে আপনি শুধুই বন্ধু।
স্পর্শ দিয়ে অনেক কিছুই বোঝা যায়। একসঙ্গে সময় কাটালেও শারীরিক ভাবে দূরত্ব রেখে চলেন যদি সামনের জন, তাহলে আপনার সতর্ক হয়ে যাওয়া প্রয়োজন। বন্ধুত্ব আর প্রেমের মধ্যেকার সীমারেখা বুঝতে হবে।
বন্ধু হিসেবে আপনার সঙ্গে আড্ডায় হয়ত মশগুল হন তিনি। কিন্তু আপনার মনের গভীর অনুভূতি, আপনার কামনা-বাসনা নিয়ে আগ্রহী নন তিনি। বুঝতে হবে, তিনি আপনাকে কেবল বন্ধুই ভাবেন।
হয়ত আপনার তরফে কিছু ইঙ্গিত পৌঁছে গিয়েছে তাঁর কাছে। তার পর থেকেই আপনার সঙ্গে আর একা আড্ডা দিতে চাইছেন না তিনি। বরং অনেকে থাকলে, তবেই আড্ডায় থাকেন তিনি। এমন পরিস্থিতিতে নিজের মনকে বোঝাতে হবে।
আপনার দুর্বলতা তিনি জানেন অথবা জানেন না। কিন্তু সেই প্রসঙ্গই সতর্ক ভাবে এড়িয়ে চলেন তিনি। বরং নিজের ভাললাগার মানুষের কথা বার বার টেনে আনেন। সেক্ষেত্রে সময় থাকতে সতর্ক হওয়া প্রয়োজন।
আপনার তরফ থেকে বার বার ইঙ্গিত যাচ্ছে। কিন্তু হয় তিনি বুঝছেন না, অথবা জেনেও না জানার ভান করছেন। বুঝতে হবে, সরাসরি আপনাকে আঘাত করতে চাইছেন না তিনি। কিন্তু বন্ধু ছাড়া আপনাকে অন্য কিছু ভাবেন না তিনি।
কারও প্রতি হয়ত অনুভূতি রয়েছে তাঁর, বা কারও সঙ্গে ডেটে যাচ্ছেন। তার আগে আপনার থেকে পরামর্শ নিতে আসছেন তিনি। বুঝবেন আপনাকে শুধু বন্ধুই ভাবেন তিনি। ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -