IND vs WI: আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে নজরে থাকবেন ২ দলের যে তারকারা
টি-টোয়েন্টি ফর্ম্যাটে বিশ্বের ১ নম্বর ব্য়াটার তিনি। কিন্তু সাম্প্রতিক ফর্ম একদমই ভাল নয় সূর্যকুমার যাদবের। সামনেই বিশ্বকাপ। তাই আগামী ৪ ম্যাচ অ্যাসিড টেস্ট সূর্যর কাছে নিজের জায়গা দলে পাকা করার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্বল্প সুযোগ কাজে লাগাতে পারেননি অক্ষর পটেল সীমিত ওভারের ফর্ম্যাটে। আগের ম্য়াচে ১৩ রানের ইনিংস খেলেছেন। আগামী চার ম্যাচে নিজেকে প্রমাণ করতে মরিয়া থাকবেন অক্ষর।
আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে শুভমন গিলের ব্যাটিং ফর্ম ধরে রাখাটাও খুব গুরুত্বপূর্ণ। এখনও পর্যন্ত চলতি ক্যারিবিয়ান সফরে খুব ভাল পারফর্ম করতে পারেননি।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতের সবচেয়ে ইতিবাচক দিক তিলক ভার্মার ব্য়াটিং। অভিষেকেই দুরন্ত ব্যাটিংয়ে নজর কেড়েছেন। আজও নজর থাকবে এই তরুণের দিকে।
ওয়েস্ট ইন্ডিজের মিডল অর্ডার ব্য়াটার শিমরন হেটমায়ার। গত চার সীমিত ওভারের ম্যাচে ফর্ম নেই। তবে হেটমায়ার ফর্মে ফিরলে চাপ বাড়বে ভারতের।
দলের অন্যতম অভিজ্ঞ অলরাউন্ডার। বল হাতে গুরুত্বপূর্ণ উইকেট তোলার পাশাপাশি ব্যাট হাতেও জ্বলে ওঠেন জেসন হোল্ডার। প্রথম ম্যাচে ১৯ রানের বিনিময়ে ২ উইকেট তুলে নিয়েছিলেন।
শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান ৩৪ বলে ৪১ রানের ইনিংস খেলেছিলেন। ২টো বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান তিনি।
৩২ বলে ৪৮ রানের ইনিংস খেলেছিলেন আগের ম্যাচে ক্যারিবিয়ান অধিনায়র রভমন পাওয়েল। কুড়ির ফর্ম্যাটে পাওয়েলের হার্ড হিটিং পাওয়ার ভারতীয় বোলারদের গোটা সিরিজে চিন্তায় রাখবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -