Tattoo: ট্যাটু করার আগে এবং পরে অবশ্যই খেয়াল রাখতে হবে এই বিষয়গুলি, দেখে নিন
Skin Care: ট্যাটু করানোর আগে এবং পরে সুরক্ষার খাতিরে কয়েকটি বিষয় অতি অবশ্যই মনে রাখা প্রয়োজন। সেগুলো কী কী, একনজরে দেখে নিন।
প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/10
ট্যাটু করানোর আগে এবং পরে কোন কোন বিষয়ে খেয়াল রাখবেন একনজরে দেখে নিন। শরীরের যে অংশেই ট্যাটু করান না কেন, এই নিয়মগুলো মেনে চলা প্রয়োজন।
2/10
ট্যাটু করানোর ৪৮ ঘণ্টা আগে থেকে অ্যালকোহল বা ক্যাফাইন জাতীয় জিনিস খাওয়া বন্ধ করে দিন। কারণ এইসব উপকরণ রক্তক্ষরণের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বাড়িয়ে দেয়।
3/10
ট্যাটু করানোর সময় অতিরিক্ত রক্তক্ষরণ হলে তা সমস্যাজনক হতে পারে। তাই ট্যাটু করানোর ৪৮ ঘণ্টা আগে থেকে অ্যালকোহল এবং ক্যাফাইন জাতীয় পানীয় খাওয়া বন্ধ করতে হবে।
4/10
ট্যাটু করার আগে প্রচুর পরিমাণে জল খান। এর ফলে ত্বক হাইড্রেটেড থাকবে। ট্যাটু করার সময় তুলনায় কম ব্যথা লাগবে।
5/10
যে জায়গায় ট্যাটু করাতে চান সেই জায়গা শেভ না করাই ভাল। শেভ করলে ট্যাটু করার সময় অস্বস্তি হতে পারে। দেখা দিতে পারে র্যাশ।
6/10
ট্যাটু করানোর পর সেই জায়গায় সহজে সংক্রমণ হতে পারে। ইনফেকশন এড়াতে হলে সতর্ক থাকুন। ট্যাটু আর্টিস্টের পরামর্শ অনুযায়ী প্রথম কয়েকদিন ট্যাটু ঢেকে রাখুন।
7/10
যে জায়গায় ট্যাটু করাচ্ছেন সেখানে জোরে ঘষে কিছু না লাগানোই ভাল। প্রথম কয়েকদিন একটু বেশি সাবধানে থাকা উচিত।
8/10
অনেকে মনে করেন ট্যাটু করানোর আগেই শুধু নিয়ম মেনে চলতে হয়। একথা একেবারেই ভুল। ট্যাটু করানোর আগের কয়েকদিন এবং পরের কিছু সময় আপনাকে সাবধানে থাকতেই হবে।
9/10
ভাল কোনও ট্যাটু পার্লার এবং অভিজ্ঞ ট্যাটু আর্টিস্টের কাছেই নিজের ট্যাটু করান। কোনওরকম অসুবিধা দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
10/10
ট্যাটু করা হলে ব্যথা, যন্ত্রণা খুব সামান্য হলেও হবে। সেক্ষেত্রে কী কী করণীয় তা জেনে নিতে হবে ট্যাটু আর্টিস্টদের থেকে।
Published at : 04 Dec 2022 09:06 PM (IST)