Tattoo: ট্যাটু করার আগে এবং পরে অবশ্যই খেয়াল রাখতে হবে এই বিষয়গুলি, দেখে নিন
ট্যাটু করানোর আগে এবং পরে কোন কোন বিষয়ে খেয়াল রাখবেন একনজরে দেখে নিন। শরীরের যে অংশেই ট্যাটু করান না কেন, এই নিয়মগুলো মেনে চলা প্রয়োজন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appট্যাটু করানোর ৪৮ ঘণ্টা আগে থেকে অ্যালকোহল বা ক্যাফাইন জাতীয় জিনিস খাওয়া বন্ধ করে দিন। কারণ এইসব উপকরণ রক্তক্ষরণের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বাড়িয়ে দেয়।
ট্যাটু করানোর সময় অতিরিক্ত রক্তক্ষরণ হলে তা সমস্যাজনক হতে পারে। তাই ট্যাটু করানোর ৪৮ ঘণ্টা আগে থেকে অ্যালকোহল এবং ক্যাফাইন জাতীয় পানীয় খাওয়া বন্ধ করতে হবে।
ট্যাটু করার আগে প্রচুর পরিমাণে জল খান। এর ফলে ত্বক হাইড্রেটেড থাকবে। ট্যাটু করার সময় তুলনায় কম ব্যথা লাগবে।
যে জায়গায় ট্যাটু করাতে চান সেই জায়গা শেভ না করাই ভাল। শেভ করলে ট্যাটু করার সময় অস্বস্তি হতে পারে। দেখা দিতে পারে র্যাশ।
ট্যাটু করানোর পর সেই জায়গায় সহজে সংক্রমণ হতে পারে। ইনফেকশন এড়াতে হলে সতর্ক থাকুন। ট্যাটু আর্টিস্টের পরামর্শ অনুযায়ী প্রথম কয়েকদিন ট্যাটু ঢেকে রাখুন।
যে জায়গায় ট্যাটু করাচ্ছেন সেখানে জোরে ঘষে কিছু না লাগানোই ভাল। প্রথম কয়েকদিন একটু বেশি সাবধানে থাকা উচিত।
অনেকে মনে করেন ট্যাটু করানোর আগেই শুধু নিয়ম মেনে চলতে হয়। একথা একেবারেই ভুল। ট্যাটু করানোর আগের কয়েকদিন এবং পরের কিছু সময় আপনাকে সাবধানে থাকতেই হবে।
ভাল কোনও ট্যাটু পার্লার এবং অভিজ্ঞ ট্যাটু আর্টিস্টের কাছেই নিজের ট্যাটু করান। কোনওরকম অসুবিধা দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
ট্যাটু করা হলে ব্যথা, যন্ত্রণা খুব সামান্য হলেও হবে। সেক্ষেত্রে কী কী করণীয় তা জেনে নিতে হবে ট্যাটু আর্টিস্টদের থেকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -