Skin Care Tips: ব্রনর সমস্যা রয়েছে? অল্পতেই ত্বকে দেখা দেয় র‍্যাশ-অ্যালার্জি? যত্নের সময় এই নিয়মগুলো খেয়াল রাখতেই হবে

Sensitive Skin Care Tips: সেনসিটিভ স্কিন বা ত্বককে সূর্যের হাত থেকে রক্ষা করার জন্য ভালভাবে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। এছাড়াও ত্বকে মেকআপ কম ব্যবহার করুন। ভালভাবে মুখ পরিষ্কার করে নিতে হবে।

ছবি সূত্র- পিক্সেলস

1/10
ছবি সূত্র- পিক্সেলস। আপনার ত্বক সেনসটিভ হলে তা পরিষ্কার জন্য ফেস-ওয়াশ বা ক্লেনজার বেছে নেওয়ার ব্যাপারে অতিরিক্ত সতর্কতা নিন। খুব হাল্কা ধরনের ফেস-ওয়াশ কিংবা ক্লেনজার ব্যবহার করুন।
2/10
ছবি সূত্র- পিক্সেলস। সালফেট, অ্যালকোহল এবং সুগন্ধ যুক্ত ফেস-ওয়াশ কিংবা ক্লেনজার সেনসিটিভ স্কিনে একেবারেই ব্যবহার করবেন না।
3/10
ছবি সূত্র- পিক্সেলস। এখন শীতের দিন। মুখ ধুতে গরম জল ব্যবহার না করলে ঠান্ডা লেগে যাবে। তবে ঈষদুষ্ণ জলে মুখে ধুতে হবে।
4/10
ছবি সূত্র- পিক্সেলস। খুব বেশি গরম জলে মুখ ধুলে ত্বকের আর্দ্রতা দূর হওয়ার পাশাপাশি একাধিক র‍্যাশ, অ্যালার্জি দেখা যাবে। তাই সতর্ক থাকুন।
5/10
ছবি সূত্র- পিক্সেলস। মুখ ধোয়ার পর মুছে নিতে ভাল ভাবে। তবে মুখের জল মোছার সময় তোয়ালে কিংবা গামছা মুখে ঘষে ঘষে জল মুছতে যাবেন না।
6/10
ছবি সূত্র- পিক্সেলস। নরম কাপড়, গামছা, তোয়ালে দিয়ে আলতো হাতে চেপে মুখ মুছে নিতে হবে।
7/10
ছবি সূত্র- পিক্সেলস। সেনসিটিভ স্ক্রিন মানে ত্বকে র‍্যাশ, অ্যালার্জি দেখা দেয় সামান্য অসাবধানতায়। ব্রনও হতে পারে। তাই কী প্রোডাক্ট ব্যবহার করছেন তা ভালভাবে দেখে নেওয়া জরুরি।
8/10
ছবি সূত্র- পিক্সেলস। সেনসিটিভ স্কিন হলে আচমকা ত্বকের পরিচর্যার উপকরণ কিংবা প্রোডাক্ট বদলে দেবেন না। বরং সারাবছর যা ব্যবহার করেন সেটাই ব্যবহার করুন।
9/10
ছবি সূত্র- পিক্সেলস। শীতকালেও ত্বকে স্ক্রাব করা জরুরি। তবে খুব বেশি গুঁড়ো উপকরণ যুক্ত স্ক্রাব সেনসিটিভ স্ক্রিনে ব্যবহার করবেন না। এর প্রভাবে ত্বকের গঠন একেবারেই খারাপ হয়ে যায়।
10/10
ছবি সূত্র- পিক্সেলস। সেনসিটিভ স্কিন বা ত্বককে সূর্যের হাত থেকে রক্ষা করার জন্য ভালভাবে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। এছাড়াও ত্বকে মেকআপ কম ব্যবহার করুন। ভালভাবে মুখ পরিষ্কার করে নিতে হবে।
Sponsored Links by Taboola