Skin Care Tips: ব্রনর সমস্যা রয়েছে? অল্পতেই ত্বকে দেখা দেয় র্যাশ-অ্যালার্জি? যত্নের সময় এই নিয়মগুলো খেয়াল রাখতেই হবে
ছবি সূত্র- পিক্সেলস। আপনার ত্বক সেনসটিভ হলে তা পরিষ্কার জন্য ফেস-ওয়াশ বা ক্লেনজার বেছে নেওয়ার ব্যাপারে অতিরিক্ত সতর্কতা নিন। খুব হাল্কা ধরনের ফেস-ওয়াশ কিংবা ক্লেনজার ব্যবহার করুন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছবি সূত্র- পিক্সেলস। সালফেট, অ্যালকোহল এবং সুগন্ধ যুক্ত ফেস-ওয়াশ কিংবা ক্লেনজার সেনসিটিভ স্কিনে একেবারেই ব্যবহার করবেন না।
ছবি সূত্র- পিক্সেলস। এখন শীতের দিন। মুখ ধুতে গরম জল ব্যবহার না করলে ঠান্ডা লেগে যাবে। তবে ঈষদুষ্ণ জলে মুখে ধুতে হবে।
ছবি সূত্র- পিক্সেলস। খুব বেশি গরম জলে মুখ ধুলে ত্বকের আর্দ্রতা দূর হওয়ার পাশাপাশি একাধিক র্যাশ, অ্যালার্জি দেখা যাবে। তাই সতর্ক থাকুন।
ছবি সূত্র- পিক্সেলস। মুখ ধোয়ার পর মুছে নিতে ভাল ভাবে। তবে মুখের জল মোছার সময় তোয়ালে কিংবা গামছা মুখে ঘষে ঘষে জল মুছতে যাবেন না।
ছবি সূত্র- পিক্সেলস। নরম কাপড়, গামছা, তোয়ালে দিয়ে আলতো হাতে চেপে মুখ মুছে নিতে হবে।
ছবি সূত্র- পিক্সেলস। সেনসিটিভ স্ক্রিন মানে ত্বকে র্যাশ, অ্যালার্জি দেখা দেয় সামান্য অসাবধানতায়। ব্রনও হতে পারে। তাই কী প্রোডাক্ট ব্যবহার করছেন তা ভালভাবে দেখে নেওয়া জরুরি।
ছবি সূত্র- পিক্সেলস। সেনসিটিভ স্কিন হলে আচমকা ত্বকের পরিচর্যার উপকরণ কিংবা প্রোডাক্ট বদলে দেবেন না। বরং সারাবছর যা ব্যবহার করেন সেটাই ব্যবহার করুন।
ছবি সূত্র- পিক্সেলস। শীতকালেও ত্বকে স্ক্রাব করা জরুরি। তবে খুব বেশি গুঁড়ো উপকরণ যুক্ত স্ক্রাব সেনসিটিভ স্ক্রিনে ব্যবহার করবেন না। এর প্রভাবে ত্বকের গঠন একেবারেই খারাপ হয়ে যায়।
ছবি সূত্র- পিক্সেলস। সেনসিটিভ স্কিন বা ত্বককে সূর্যের হাত থেকে রক্ষা করার জন্য ভালভাবে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। এছাড়াও ত্বকে মেকআপ কম ব্যবহার করুন। ভালভাবে মুখ পরিষ্কার করে নিতে হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -