Chocolates And Pimpls: চকোলেট খেলে কি ব্রণ হয় ? কী বলছেন লন্ডনের ত্বক বিশেষজ্ঞ

চর্বি, তেল, চিনি এবং দুগ্ধজাত দ্রব্য সমৃদ্ধ খাবার এ ধরনের সমস্যা বাড়াতে পারে।

ফাইল ছবি

1/10
চকলেট দেখে লোভ হয় না এমন কেউ নেই। শিশু হোক বা প্রাপ্তবয়স্ক সকলেরই তা প্রিয়।
2/10
তবে কিছু গবেষণায় দাবি করা হচ্ছে যে, চকোলেট খেলে মুখে ব্রণ হয়।
3/10
সাধারণত বেশি তেল খেলে ব্রণর সমস্যা হয় বলে শোনা যায়। কিন্তু চকোলেট খেলেও যে ব্রণ হতে পারে তা বিস্ময়কর তথ্যই। লন্ডনের ত্বক বিশেষজ্ঞ এনিয়ে কী বলছেন জেনে নেওয়া যাক…
4/10
১৯৬০-এর দশকে চকোলেট এবং ব্রণর মধ্যে যোগসূত্র নির্ধারণের জন্য বেশ কয়েকটি গবেষণা পরিচালিত হয়েছিল।
5/10
এখন পর্যন্ত পরিচালিত সবথেকে বড় গবেষণায়, মাত্র ৬৫ জন লোককে অন্তর্ভুক্ত করা হয়েছিল। যেখানে দেখা গেছে, ব্রণ ও চকোলেটের মধ্যে কোনো সম্পর্ক নেই। তবে এই গবেষণারও অনেক সমালোচনা হয়েছিল।
6/10
চকোলেটকে মুখে ব্রণের জন্য দায়ী বলা যাবে না, তবে আমরা যা-ই খাই এবং পান করি না কেন তা অবশ্যই প্রভাবিত করে।
7/10
চর্বি, তেল, চিনি এবং দুগ্ধজাত দ্রব্য সমৃদ্ধ খাবার এ ধরনের সমস্যা বাড়াতে পারে।
8/10
কিংস কলেজ লন্ডনের ত্বক বিশেষজ্ঞ ডোভ হার্পার বলেন, বয়ঃসন্ধিকালে মুখে ব্রণ হওয়ার কারণ বা তার নিরাময়ে ব্যর্থতা প্রায়ই জেনেটিক। 'আসলে আমাদের ত্বকে তেল উৎপাদনকারী গ্রন্থির আকার নির্ভর করে আমাদের জেনেটিক্সের ওপর।'
9/10
ডঃ ডু হার্পারের মতে, মুখে ব্রণের অভিযোগ সম্প্রতি বেড়েছে। বিশেষ করে মহিলাদের মধ্যে। তবে এর কোনো নির্দিষ্ট কারণ জানা যায়নি। 'আমরা যে ধরনের লাইফস্টাইল ফলো করছি তা আমাদের শরীরের জন্য ভাল নয়, সম্ভবত এটিও ব্রণর কারণ।'
10/10
CNN-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্লিভল্যান্ড মেডিকেল সেন্টার ইউনিভার্সিটি হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ গ্রেগরি আর ডেলোস্ট বলেছেন যে তাঁর গবেষণায় তিনি দেখেছেন যে চকোলেট খাওয়ার ফলে ৫টির বেশি পিম্পল হতে পারে। ফেটে যাওয়ার পরে তাদের সংখ্যা বাড়তে পারে।
Sponsored Links by Taboola