Skin Care Tips: খুব তাড়াতাড়ি সান-ট্যান দূর করতে মেনে চলতে পারেন এই ঘরোয়া টিপসগুলি, দেখে নিন

প্রতীকী ছবি

1/10
ঘরোয়া পদ্ধতি স্কিন ট্যান তুলে ফেলার সহজ উপায়গুলো জেনে নিন। বাড়িতে থাকা উপকরণেই হবে বাজিমাত।
2/10
বেসন দিয়ে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করুন ফেসপ্যাক। স্নানের আগে টানা সাতদিন ওই ফেসপ্যাক মুখে মাখুন। এর ফলে ট্যান অনেকটাই হাল্কা হয়ে যাবে।
3/10
নারকেল তেল খুব ভাল ট্যান রিমুভার। এর সঙ্গে সামান্য নুন মিশিয়ে মুখে স্ক্রাব করলে উপকার পাবেন।
4/10
অ্যালোভেরা জেল মেখেও স্কিন ট্যান তোলা যায় বেশ সহজে। তবে নিয়মিত মাখতে হবে এই জেল।
5/10
মধুও খুব ভাল ট্যান রিমুভার। এর সঙ্গে সামান্য চিনি মিশিয়ে বাড়িতেই বানিয়ে নিন ফেস স্ক্রাব। নিয়মিত এই প্যাক দিয়ে স্ক্রাব করলে ট্যান উঠে যাবে দ্রুত।
6/10
অতি অবশ্যই বাড়ির বাইরে গেলে সানস্ক্রিন মাখুন। এছাড়াও নিয়মিত ঘরোয়া পদ্ধতিতে ফেসিয়াল করুন। ব্যবহার করুন ফেসস্ক্রাব।
7/10
টোম্যাটোর সাহায্যেই সান ট্যান সহজে তুলে ফেলা যায়। টোম্যাটোর রস মুখে মেখে নিন স্নানের আগে। তারপর ভাল করে মুখ ধুয়ে নিন। সাতদিন টানা এই নিয়ম মেনে চললে উপকার পাবেন।
8/10
অলিভ অয়েল মুখে ম্যাসাজ করতে পারেন। এর সঙ্গে মিশিয়ে নিতে পারেন সামান্য মধু। ট্যান দূর হবে খুব তাড়াতাড়ি।
9/10
লেবুর রসের মতো ভাল ট্যান রিমুভার আর কিছুই নেই। এর সঙ্গে সামান্য চিনি মিশিয়ে নিয়ে মুখে স্ক্রাব করুন। ট্যানের হাত থেকে রক্ষা পাবেন।
10/10
হলুদ দিয়ে তৈরি ফেসপ্যাকও ত্বকের ট্যান দূর করতে কাজে লাগে। হলুদের সঙ্গে মধু আর দুধের সর মিশিয়ে বাড়িতে ফেসপ্যাক তৈরি করলে সেটা স্কিন ট্যান দূর করতে সাহায্য করে।
Sponsored Links by Taboola