Exit Poll 2024
(Source: Poll of Polls)
Sugar Scrub: চিনি দিয়ে বাড়িতেই তৈরি করে নিন 'সুগার স্ক্রাব', কী কী উপকার পাবেন?
ত্বকের কালচে দাগছোপ দূর করে জেল্লা (Glowig Skin) ফেরানোর জন্য নিয়মিত ভাবে পরিচর্যা করা প্রয়োজন। এক্ষেত্রে সবচেয়ে কার্যকরী হয় ফেস স্ক্রাব (Face Scrub)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই স্ক্রাবের সাহায্যে ডেড স্কিন সেল অর্থাৎ ত্বকের মরা কোষ ঝরানো সম্ভব। আর এর ফলেই ত্বকের উজ্জ্বলতা ফিরে আসে।
ত্বকের জেল্লা বজায় রাখার জন্য বাড়িতেই তৈরি করে নেওয়া যায় ফেস স্ক্রাব। এক্ষেত্রে খুবই কার্যকরী সুগার ফেস স্ক্রাব।
ত্বকের জেল্লা বজায় রাখার জন্য বাড়িতেই তৈরি করে নেওয়া যায় ফেস স্ক্রাব। এক্ষেত্রে খুবই কার্যকরী সুগার ফেস স্ক্রাব।
চিনির মধ্যে রয়েছে গ্লাইকোলিক অ্যাসিড। এই উপকরণ ত্বকের ডেড সেল এক্সফোলিয়েশনে সাহায্য করে এবং বজায় থাকে ত্বকের উজ্জ্বলতা। এর পাশাপাশি ত্বকের রুক্ষ ও শুষ্ক ভাবও দূর করে এই সুগার ফেস স্ক্রাব।
চিনি ও লেবুর রস- চিনির গুঁড়োর সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে তৈরি করতে পারেন ফেস স্ক্রাব। দু'চামচ চিনির গুঁড়োর সঙ্গে চারটি লেবুর রস মিশিয়ে নিতে হবে।
চিনি ও লেবুর রস- চিনির গুঁড়োর সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে তৈরি করতে পারেন ফেস স্ক্রাব। দু'চামচ চিনির গুঁড়োর সঙ্গে চারটি লেবুর রস মিশিয়ে নিতে হবে।
গ্রিন টি, অলিভ অয়েল এবং চিনি- এক চামচ গ্রিন টি- এর পাতা, এক চামচ চিনি বা গুঁড়ো চিনি এবং চার ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে তৈরি করে নিন ফেস স্ক্রাব। মিনিট ১০ এই মিশ্রণ দিয়ে মুখে ম্যসাজ করুন। তারপর মুখে ধুয়ে নিন ঠান্ডা জল দিয়ে।
ওটস এবং চিনি দিয়ে তৈরি ফেস স্ক্রাব- এক চামচ চিনি, এক চামচ ওটস এবং কয়েক ফোঁটা অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে তৈরি করুন সুগার স্ক্রাব। এই ধরনের স্ক্রাব স্কিন এক্সফোলিয়েশনে দারুণ ভাবে সাহায্য করে। মিনিট ১০ এই স্ক্রাব দিয়ে মুখে গলায় ম্যাসাজ করে নিন। তারপর মুখে ধুয়ে নিতে হবে।
অলিভ অয়েল এবং চিনি- এক চামচ অলিভ অয়েল আর এক চামচ চিনির গুঁড়ো নিয়ে তৈরি করে ইন এই ফেস স্ক্রাব। ভালভাবে এই স্ক্রাব দিয়ে মুখে ম্যাসাজ করুন। তারপর পরিষ্কার জলে মুখ ধুয়ে নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -