Skin Care with watermelon: তরমুজের ছোঁয়ায় প্রাণ ফিরবে ত্বকে, কী করতে হবে?

Skin Tips: গরমের সময় অনেকেরই পছন্দের ফল তরমুজ। অল্প কয়েকদিন পাওয়া গেলেও বাদ পড়ে না ডায়েটে।

তরমুজের ছোঁয়ায় প্রাণ ফিরবে ত্বকে, কী করতে হবে?

1/9
তরমুজের একাধিক উপকার রয়েছে।
2/9
পাতে তরমজু থাকলে একাধিক উপকার হয় শরীরের।
3/9
পাশাপাশি ত্বকের পরিচর্যার জন্যও তরমুজ ব্যবহার করা যায়।
4/9
নিজের ত্বক আরও ভাল করে তোলার জন্য কীভাবে ব্যবহার করবেন তরমুজ? কোন পদ্ধতিতে ব্যবহার হবে? কীভাবে কাজ হবে?
5/9
যেহেতু তরমুজে জলের পরিমাণ অনেকটা রয়েছে। ফেসিয়াল মিস্ট হিসেবে ব্যবহার করা যায়।
6/9
তরমুজের রস নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিন, তাতে অল্প চিনি দিন। তৈরি হয়ে যাবে স্ক্রাবার। ত্বকের মৃত কোষ তুলতে উপকারী।
7/9
ভিটমিন এ এবং সি-এর ভাল উৎস তরমুজ। ডার্ক সার্কেল কমাতে কার্যকরী তরমুজ। তরমুজের রস তুলোর প্যাডে ভিজিয়ে চোখের উপর রাখুন।
8/9
ফেস মাস্ক হিসেবেও ব্যবহার করা যায় তরমুজ। মধু, দইয়ের সঙ্গে তরমুজ মিশিয়ে নিন। সেই মিশ্রণ নিজের মুখে লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।
9/9
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Sponsored Links by Taboola