Skin Care with watermelon: তরমুজের ছোঁয়ায় প্রাণ ফিরবে ত্বকে, কী করতে হবে?
তরমুজের একাধিক উপকার রয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপাতে তরমজু থাকলে একাধিক উপকার হয় শরীরের।
পাশাপাশি ত্বকের পরিচর্যার জন্যও তরমুজ ব্যবহার করা যায়।
নিজের ত্বক আরও ভাল করে তোলার জন্য কীভাবে ব্যবহার করবেন তরমুজ? কোন পদ্ধতিতে ব্যবহার হবে? কীভাবে কাজ হবে?
যেহেতু তরমুজে জলের পরিমাণ অনেকটা রয়েছে। ফেসিয়াল মিস্ট হিসেবে ব্যবহার করা যায়।
তরমুজের রস নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিন, তাতে অল্প চিনি দিন। তৈরি হয়ে যাবে স্ক্রাবার। ত্বকের মৃত কোষ তুলতে উপকারী।
ভিটমিন এ এবং সি-এর ভাল উৎস তরমুজ। ডার্ক সার্কেল কমাতে কার্যকরী তরমুজ। তরমুজের রস তুলোর প্যাডে ভিজিয়ে চোখের উপর রাখুন।
ফেস মাস্ক হিসেবেও ব্যবহার করা যায় তরমুজ। মধু, দইয়ের সঙ্গে তরমুজ মিশিয়ে নিন। সেই মিশ্রণ নিজের মুখে লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -