Summer Health Tips: পারদ চড়লে বাড়ে ত্বকের সমস্যা, কোন কোন চর্মরোগের ভয় ?
গরম পড়তেই ত্বকের সমস্যা বেড়ে যায়। এই সময় ত্বকের বেশ কিছু রোগের বাড়বাড়ন্ত দেখা দেয়। যার থেকে সাবধান থাকা জরুরি।(ছবি ঋণ - ফ্রিপিক)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঘামাচি - গরমে ঘামাচির সমস্যা বাড়ে। এমনিতে সকলেরই ঘামাচি হতে পারে। তবে সকলের সামনে এটি অস্বস্তিদায়কই বটে।(ছবি ঋণ - ফ্রিপিক)
ব্রণ - ব্রণর সমস্যায় অনেকেই ভোগেন। কিন্তু গরমে এই সমস্যা বাড়ে। কারণ ঘাম ও ধুলো মিলেমিশে ত্বকের ছিদ্রে জমতে থাকে।(ছবি ঋণ - ফ্রিপিক)
একজিমা - পারদ যত চড়তে থাকে, ততই একজিমার সমস্যা বেড়ে যায়। একজিমা এই সময় নতুন করে বাড়তে পারে।(ছবি ঋণ - ফ্রিপিক)
শুষ্ক ত্বকের সমস্যা - গরমে ডিহাইড্রেশন বেশি হয়। তাই যাদের ত্বক শুষ্ক, তাদের ত্বক আরও শুকিয়ে যাওয়ার ভয় থাকে।(ছবি ঋণ - ফ্রিপিক)
তৈলাক্ত ত্বকের সমস্যা - ত্বক শুষ্ক না হলেও সমস্যা রয়েছে। কারণ গরমে ঘামে ত্বক তৈলাক্ত হয়ে যায়। যা আরও রোগের কারণ।(ছবি ঋণ - ফ্রিপিক)
সান এলার্জি - অনেকেরই এই সমস্যা রয়েছে। গ্রীষ্মের সূর্যের তাপে তা আরও বেড়ে যায়।(ছবি ঋণ - ফ্রিপিক)
সানবার্ন - ত্বকে ট্য়ান পড়ে। এমনকি ত্বক পুড়েও যায়। যা সানবার্ন নামে পরিচিত অনেকের কাছে।(ছবি ঋণ - ফ্রিপিক)
ত্বকের ক্যানসার - শুনতে অবাক লাগলেও এটি সত্যি। কারণ ক্রান্তীয় অঞ্চলে রোদের তীব্রতা অনেকটাই। যে কারণে অবিরত গায়ে রোদ লাগলে স্কিন ক্যানসারের ভয় রয়েছে।(ছবি ঋণ - ফ্রিপিক)
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।(ছবি ঋণ - ফ্রিপিক)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -