Weight Loss Tips: ওজন কমাতে চান ? এই ফলগুলি এড়িয়ে চলাই ভাল
কিছু ফল যেমন ওজন কমায়, তেননই আবার কিছু ফল ওজন বাড়িয়ে দেয়। এই ফলগুলি ডায়েটে ভুলেও রাখবেন না।(ছবি ঋণ - পিক্স্যাবে)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅ্যাভোকাডো - ক্যালোরি বেশি। স্বাস্থ্যকর ফ্যাটও রয়েছে। কিন্তু ফ্যাট তো !(ছবি ঋণ - পিক্স্যাবে)
কলা - কলা অল্প পরিমাণে খেলে ক্ষতি নেই। কিন্তু এতেও ক্যালোরি বেশি। তাই বুঝে খাওয়া ভাল।(ছবি ঋণ - পিক্স্যাবে)
খেজুর - এনার্জি বাড়াতে অনেকেই খেজুর খান। আদতে এর মধ্যেও ক্যালোরি বেশি। যা ওজন বাড়িয়ে দেয়।(ছবি ঋণ - পিক্স্যাবে)
ডুমুর - ডুমুর ফল স্বাদে সেরা হলেও এটির মধ্যে ক্যালোরি বেশি রয়েছে। যা ওজন বাড়িয়ে দিতে পারে।(ছবি ঋণ - পিক্স্যাবে)
কাঁঠাল - বৈশাখ মাস পড়তে না পড়তেই যেই ফল বাজারে আসে, তার মধ্যে কাঁঠাল অন্যতম। এটির মধ্যেও ক্যালোরি বেশি। ফলে বুঝে খাওয়া ভাল।(ছবি ঋণ - পিক্স্যাবে)
আম - মিষ্টি ও রসালো না হলে অনেকেই আম খেতে ভালবাসেন না। কিন্তু আমের মধ্যেও ক্যালোরি নেহাত কম নয়। তাই এটিও বুঝে খেতে হবে।(ছবি ঋণ - পিক্স্যাবে)
পাকা পেঁপে - পেঁপের মধ্যে ক্যালোরির পরিমাণ বেশি। তবে সীমিত পরিমাণে খেলে এর জন্য ওজন বাড়ার ভয় নেই।(ছবি ঋণ - পিক্স্যাবে)
পাকা পেয়ারা - পাকা পেয়ারা দিব্যি ঝাল দিয়ে মেখে অনেকেই খান। কিন্তু এটিও ওজন বাড়িয়ে দিতে পারে।(ছবি ঋণ - পিক্স্যাবে)
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।(ছবি ঋণ - পিক্স্যাবে)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -