Skin Picking Disorder: ব্রণ, ফোঁড়া হলেই খোঁটাখুঁটির অভ্যাস ? কীসের লক্ষণ ?
ত্বকে কোনও ব্রণ হয়েছে ? খুঁটলেন। কোনও ফোঁড়া ? খুঁটলেন। অজান্তেই আঙুলের ডগা থেকে চামড়া খুঁটছেন দাঁত দিয়ে। (ছবি সৌজন্য - ফ্রিপিক)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএমন বেশ কিছু লক্ষণকে একসঙ্গে স্কিন পিকিং ডিসঅর্ডার বা ত্বক খোঁটার সমস্যা বলা হয়। কমবেশি অনেকেরই এই অভ্যাস রয়েছে। (ছবি সৌজন্য - ফ্রিপিক)
গবেষণা বলছে মহিলাদের মধ্যে এই অভ্যাস বেশি। খুব সম্প্রতি দেখা গিয়েছে ৫৫ শতাংশ মহিলা এতে ভোগেন।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
ত্বক খোঁটার অভ্যাসের পিছনে বেশ কিছু কারণ কাজ করে। অনেকে নিজের অজান্তে চামড়া খুঁটে খেয়েও নেন।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
চামড়া খুঁটে কেউ রক্তও বার করে ফেলেন। বিশেষজ্ঞদের কথায়, চাপ বাড়লে, দুশ্চিন্তা হলে এই সমস্যা বাড়ে। (ছবি সৌজন্য - ফ্রিপিক)
এছাড়াও, মনের উপর কোনও ঘটনা প্রভাব ফেললে তার থেকে বেরিয়ে আসতে না পারলে এই অভ্যাস দেখা যায়।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
অনেকের একঘেয়েমি কাটাতেও এটি করে থাকেন। কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে, জিনগত কারণও রয়েছে এর পিছনে। (ছবি সৌজন্য - ফ্রিপিক)
এই অভ্যাস বাড়িতেই কমানো যেতে পারে। এর জন্য হাতকে ব্যস্ত রাখুন। স্পঞ্জ বল কিনতে পারেন।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
দেহের যে যে অংশ খোঁটার প্রবণতা বেশি, সেগুলির ব্যাপারে সতর্ক থাকুন। যতটা সময় হয়, সেখানে হাত না দেওয়ার চেষ্টা করুন। মুখে হাত দেওয়াও এড়ান।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
এর জন্য পেশাদার মনোবিদের সাহায্যও নিতে পারেন। এই সমস্যা সারাতে বিভিন্ন থেরাপি রয়েছে।(ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।ছবি সৌজন্য - ফ্রিপিক)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -