Blackheads: ব্ল্যাকহেডসের সমস্যা এড়াতে ঘরোয়া পদ্ধতিতে কী কী করবেন? জেনে নিন

Skin Care Tips: অয়েলি স্কিনের ক্ষেত্রে বিশেষ ভাবে দেখা দেয় ব্ল্যাকহেডসের সমস্যা। এই সমস্যা থেকে মুক্তি মিলবে ঘরোয়া উপায়েই।

প্রতীকী ছবি

1/10
ব্ল্যাকহেডসের সমস্যায় জেরবার হন অনেকেই। গরম হোক বা বর্ষা, এই দুই ঋতুতে ব্ল্যাকহেডসের সমস্যা বেশি দেখা যায়।
2/10
ব্ল্যাকহেডসের সমস্যা দূর করার জন্য মুখ বিশেষ করে নাকের চারপাশ পরিষ্কার রাখা সবচেয়ে বেশি প্রয়োজন।
3/10
নাকের চারপাশের জন্য বিশেষ ফেসপ্যাক এবং স্ক্রাব ব্যবহার করতে পারেন। এর ফলেও ব্ল্যাকহেডস দূর হতে পারে।
4/10
নাকের চারপাশ পরিষ্কার করার জন্য হোমমেড সোপ ব্যবহার করতে পারেন। ফোম বেশি হয় এরকম ফেস ওয়াশও ব্যবহার করা যেতে পারে।
5/10
শুধু নাকের চারপাশ নয় পুরো মুখই ভালভাবে পরিষ্কার রাখা প্রয়োজন। বিশেষ করে যাঁরা বাড়ির বাইরে বেরোন, তাঁরা বাড়ি ফিরে ভালভাবে মুখ পরিষ্কার করুন।
6/10
যদি ব্ল্যাকহেডসের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে অতি অবশ্যই একবার বিউটি পার্লারে গিয়ে ব্ল্যাকহেডস রিমুভ করিয়ে আসতে পারে।
7/10
নাকের চারপাশে ব্ল্যাকহেডস তোলার জন্য বিশেষ স্ট্রিপ ব্যবহার করতে পারেন। মূলত পোরস পরিষ্কার রাখাই ব্ল্যাকহেডস দূর করার অন্যতম উপায়।
8/10
ব্ল্যাকহেডসের সমস্যা দূর করার জন্য ঘরোয়া পদ্ধতিতে ফেসপ্যাক বা স্ক্রাব তৈরি করলে তার মধ্যে দুধের সর, মধু, লেবুর রস মিশিয়ে নিতে পারেন।
9/10
চারকোল মাস্ক ব্যবহার করতে পারেন ব্ল্যাকহেডস দূর করার ক্ষেত্রে। এভাবে খুব সহজে ব্ল্যাকহেডস দূর করা যায়।
10/10
ঘরোয়া পদ্ধতিতে এই নিয়মগুলো মেনে চললেই ব্ল্যাকহেডসের সমস্যা খুব সহজেই দূর হবে।
Sponsored Links by Taboola