Decor Tips: সাজসজ্জায় কিছু পরিবর্তন, তাতেই ছোট ফ্ল্যাট বড় দেখাবে
মাথার উপর ছাদ গড়ে তোলা সহ কাজ নয়। আজকের দিনে পেট চালাতেই যেখানে হিমশিম খেতে হয়, সেখানে ইঁট-সিমেন্টের দেওয়াল গাঁথার খরচ মাত্রাছাড়া। তাই শহরের বুকে এককামরার ফ্ল্যাট পেলেই বর্তে যান অনেকে। ছবি: পিক্সাবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু ঋণের বোঝা ঘাড়ে নিয়েও অনেক সময় ফ্ল্যাট মনের মতো হয় না। ছোট্ট ফ্ল্যাটবাড়িতে আসবাব ঢোকানো হলে আরও ছোট দেখতে লাগে ঘর, বসার ঘর। তাই বলে তো আর যখন তখন আর ফ্ল্যাট পাল্টে ফেলা যায় না! ছবি: পিক্সাবে।
বরং সামান্য কিছু পরিবর্তন ঘটালেই ছোট্ট ফ্ল্যাটবাড়িই দেখতে লাগবে অনেক ক্ষণ। এর জন্য কী কী করতে পারেন, জেনে নিন। ছবি: পিক্সাবে।
আসবাবত্র ঠেসে রাখার চেয়ে মাঝে ফাঁকা জায়গা রাখুন। ছাদ ছুঁইছুঁই আসবাব, যা দেওয়াল ঢেকে দেয়, সেদিকে না যাওয়াই ভাল। আসবাবপত্র ছড়িয়ে রাখার পরিবর্তে মাঝখানে রাখার চেষ্টা করুন। পর্দা টাঙান লম্বা, যা মাটি ছোঁয়। দেওয়ালের কোণে রাখুন গাছ। দেখবেন জায়গা বড় দেখাচ্ছে। ছবি: পিক্সাবে।
চোখে লাগে এমন রং দেওয়ালে না লাগানোই ভাল। তার চেয়ে ন্যুড বা প্যাস্টেলের দিকে এগোন। সাদা, ধূসর, ক্রিম, সবজে হলুদ রং বেছে নিতে পারেন। এতে ঘর বড় এবং খোলামেলা বলে মনে হবে। ছবি: পিক্সাবে।
সিমেন্টের উপর প্যারিস বা শুধু রং করার পরিবর্তে, দেওয়ালে আনুন টেক্সচারের ছোঁয়া। কাটাকুটি বা লম্বালম্বি কাটা নকশা করতে পারেন। ঘরের রূপই পাল্টে যাবে নিমেষে। ছবি: পিক্সাবে।
বড় আয়না বা কোনও তাক লাগানো সেন্টারপিস অথবা বড় আকারের পেন্টিংও ঝোলাতে পারেন ঘরে। এতে ঘর বড় বলে বিভ্রম তৈরি হয়। খারাপ দিকগুলি চোখে পড়ে না। ছবি: পিক্সাবে।
ঘরের মেঝে যতটা পারুন খালি রাখুন। ফ্লোর লাইটসের পরিবর্তে ছাদ থেকে ঝোলানো বা দেওয়াল থেকে ঝোলানো বাতি কিনে আনুন। মেঝেয় টবসুদ্ধ গাছ বসানোর পরিবর্তে লম্বা স্ট্যান্ড কিনে তার উপর টব রাখুন। এতে ঘরের আকার বড় বলে মনে হবে। ছবি: পিক্সাবে।
আসবাব যত কম হয়, ততই ভাল। জায়গা যত কম জোড়া হবে, ঘর তত বড় দেখাবে। ছোট ঘরে কার্পেট পাতলে আরও ছোট দেখায়। সোফার পরিবর্তে বসার এমন আসবাব কিনুন, যার নিচে স্টোরেজের ব্যবস্থা রয়েছে। ছবি: পিক্সাবে।
বইপত্র বা শোপিস রাখার জন্য পাল্লা বসানো আলমারি না কেনাই ভাল। পাল্লাছাড়া তাকের ব্যবস্থা করুন। এতে ধুলো জমে বটে, কিন্তু দেওয়াল দেখা যায়। ফলে বড় দেখায় ঘর। ছবি: পিক্সাবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -