Health Tips: ফল খাওয়ার সময় অবশ্যই মেনে চলুন কয়েকটি সহজ নিয়ম, শরীর থাকবে একদম চাঙ্গা

Fruits: ফল খাওয়ার সময় কয়েকটি নিয়ম মেনে চলতে পারলে ফল খাওয়ার উপকারিতা পুরোটাই পৌঁছবে আপনার শরীরে। তার ফলে ভাল থাকবে স্বাস্থ্য।

Continues below advertisement

ছবি সূত্র- পিক্সেলস

Continues below advertisement
1/10
ছবি সূত্র- পিক্সেলস। ফল খাওয়া সবসময়েই স্বাস্থ্যের পক্ষে ভাল। সহজে খেয়ে নেওয়া যায়। অনেকক্ষণ পেট ভরে থাকে। আর পুষ্টিগুণ প্রচুর।
2/10
ছবি সূত্র- পিক্সেলস। ফল খাওয়ার সময় কিছু নিয়ম মেনে চললে, ফল খাওয়ার উপকারিতা সঠিক ভাবে বুঝতে পারবেন আপনি। তার ফলে ভাল থাকবে শরীর-স্বাস্থ্য। সেই নিয়মিগুলি কী কী? জেনে নিন।
3/10
ছবি সূত্র- পিক্সেলস। একদম খালি পেটে কখনই ফল খাবেন না। এর ফলে তীব্র ভাবে অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও অসুবিধা দেখা দিতে পারে হজমশক্তিতেও।
4/10
ছবি সূত্র- পিক্সেলস। যাঁদের এমনিতেই অ্যাসিডিটি হওয়ার প্রবণতা রয়েছে, তাঁরা সামান্য বিটনুন দিয়ে ফল খেয়ে দেখতে পারেন। অ্যাসিডিটির সমস্যা থেকে রেহাই পাবেন আপনি।
5/10
ছবি সূত্র- পিক্সেলস। ফল খাওয়ার পর সঙ্গে সঙ্গেই জল খাবেন না। এই অভ্যাস অ্যাসডিটির সমস্যা বাড়িয়ে দেয়। ফলের পরেই জল খেলে অ্যাসিডিটি হওয়ার প্রবণতা বাড়ে।
Continues below advertisement
6/10
ছবি সূত্র- পিক্সেলস। ব্রেকফাস্টে অনেকে ফল খেয়ে থাকেন। এক্ষেত্রে চেষ্টা করবেন মিষ্টি জাতীয় ফল না খেতে। সকাল সকাল খুব মিষ্টি ফল খেলে ব্লাড সুগারের মাত্রা বেড়ে যেতে পারে।
7/10
ছবি সূত্র- পিক্সেলস। এমনিতে ব্রেকফাস্টে ফল খেলে কোনও সমস্যা নেই। তবে একদম খালি পেটে ফল খাবেন না। কিছু একটু খাবার খেয়ে নিয়ে, তারপর ফল খান। তাহলে আর অ্যাসিডিটির সমস্যা ভুগবেন না।
8/10
ছবি সূত্র- পিক্সেলস। ফলের রস (প্যাকেট জাত) একেবারেই এড়িয়ে চলুন। এর মধ্যে অ্যাডেড সুগারের পরিমাণ মারাত্মক বেশি। ফলের রস খেতে হলে এমনি ফল নিয়ে রস করে খান।
9/10
ছবি সূত্র- পিক্সেলস। চেষ্টা করুন দিনের বেলাতেই ফল খেয়ে নেওয়ার। নিয়মিত যাঁরা ফল খেয়ে থাকেন, তাঁরা ব্রেকফস্টের পর আর লাঞ্চের আগে ফল খেতে পারলে সবচেয়ে ভাল। একান্তই না হলে লাঞ্চে ফল খেতে পারেন।
10/10
ছবি সূত্র- পিক্সেলস। যাঁরা ডায়েট করছেন ওজন কমানোর জন্য, তাঁরা দিনের একটা খাবারের ক্ষেত্রেই ফলের উপরেই নির্ভর করতে পারেন। পেট তো ভরবেই, উপকারও পাবেন অনেক।
Sponsored Links by Taboola