Fruits: আর্থ্রারাইটিসের ব্যথা দূর করার জন্য প্রতিদিনের মেনুতে কী কী ফল রাখতে পারেন? একনজরে দেখে নিন
আর্থ্রারাইটিসের (Arthritis) সমস্যায় আজকাল ভোগেন অনেকেই। বিশেষ করে বয়স্কদের (Old Age) ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায়। মূলত শরীরে বিভিন্ন জয়েন্টে ব্যথা ও অন্যান্য আরও অনেক সমস্যা লক্ষ্য করতে পারেন আপনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসবচেয়ে বেশি আপনাকে কষ্ট দেবে তীব্র যন্ত্রণা। আর্থ্রারাইটিসের সমস্যা বাড়ছে সেটা বুঝতে পারলেই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। সাধারণ ভাবে আপনার যে আর্থ্রারাইটিস হয়েছে এটা বোধগম্য নাও হতে পারে। সেক্ষেত্রে আপনি কোনওরকম ব্যথা, যন্ত্রণাকেই অবহেলা করবেন না। সমস্যা দেখা দিলে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন।
সবচেয়ে বেশি আপনাকে কষ্ট দেবে তীব্র যন্ত্রণা। আর্থ্রারাইটিসের সমস্যা বাড়ছে সেটা বুঝতে পারলেই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। সাধারণ ভাবে আপনার যে আর্থ্রারাইটিস হয়েছে এটা বোধগম্য নাও হতে পারে। সেক্ষেত্রে আপনি কোনওরকম ব্যথা, যন্ত্রণাকেই অবহেলা করবেন না। সমস্যা দেখা দিলে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন।
আপেল- আপেলের মধ্যে রয়েছে ফ্ল্যাভোনয়েডস। এই ফ্ল্যাভোনয়েডস অ্যাটি-ইনফ্লেমেটরি উপকরণে পরিপূর্ণ। আপেলের মধ্যে থাকা এই গুরুত্বপূর্ণ উপকরণ আর্থ্রারাইটিসের ব্যথা কমাতে সাহায্য করে।
বলা ভাল আর্থ্রারাইটিসের লক্ষণ বা উপসর্গ থেকেও আপনাকে দূরে রাখে। প্রতিদিন একটা আপেল খেতেই পারেন আর্থ্রারাইটিসের রোগীরা।
কমলালেবু- ভিটামিন সি সমৃদ্ধ এই ফল বিভিন্ন জয়েন্ট অর্থাৎ গাঁট বা হাড়ের জয়েন্ট অংশে গঠনের উন্নতি করে। এর পাশাপাশি আর্থ্রারাইটিসের ব্যথা কমাতে সাহায্য করে।
তাই রোজের মেনুতে কমলালেবু রাখতেই পারেন আর্থ্রারাইটিসের রোগীরা। রস করে খেতে পারেন ফল। আবার খেতে পারেন গোটা।
তাই রোজের মেনুতে কমলালেবু রাখতেই পারেন আর্থ্রারাইটিসের রোগীরা। রস করে খেতে পারেন ফল। আবার খেতে পারেন গোটা।
তাই রোজের মেনুতে কমলালেবু রাখতেই পারেন আর্থ্রারাইটিসের রোগীরা। রস করে খেতে পারেন ফল। আবার খেতে পারেন গোটা।
চেরি- চেরির মধ্যে রয়েছে অ্যান্থোসিয়ানিন নামের একটি উপকরণ। চেরির মধ্যে থাকা এই উপকরণ ইনফ্লেমেশনের সমস্যা কমায় এবং আর্থ্রারাইটিসের রোগীদের তীব্র যন্ত্রণা থেকে মুক্তি দেয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -