Turmeric Benefits: গুনে শেষ করা যাবে না হলুদের গুণ, হেঁশেল থেকে সাজঘর, আনাগোনা সর্বত্র
Health Tips: রূপচর্চা থেকে স্বাস্থ্য়চর্চা, হলুদ প্রয়োজন সব ক্ষেত্রেই। এর বাইরেও হলুদের উপকারিতা গুনে শেষ করা যাবে না।
ছবি: পিক্সাবে।
1/10
রান্নাঘরে যেমন হলুদ ছাড়া চলে না, রূপচর্চাতেও হলুদ অবশ্য প্রয়োজন। এর ঔষধি গুণ বিশ্বের সর্বত্রই সমাদৃত। তাই রান্নায় ব্যবহারের পাশাপাশি বাড়তি কাজেও লাগে হলুদ।
2/10
হলুদে প্রচুর পরিমাণ অ্যান্টি অক্সিড্যান্ট থাকে। আবার প্রদাহজনক জ্বালা কমানোর উপাদানেও সমৃদ্ধ। এই সবকিছুই সম্ভব হয় হলুদের মূল উপাদান কারকিউমিনের দৌলতে।
3/10
তাই রান্নার কাজে এবং রূপচর্চার বাইরেও স্বাস্থ্য ভাল রাখতে হলুদের ব্যবহার চালিয়ে যেতে পারেন। কী কী উপকার মিলবে, জেনে নিন।
4/10
হজমের সমস্যা দূর করে হলুদ। প্রদাহজনিত জ্বালা দূর করার উপাদান থাকায়, খাবার হজম করতে সাহায্য করে। গ্যাসের সমস্যা, পেটের ব্যাথা, পেটজ্বালা সারায়।
5/10
লিভারের কার্যক্ষমতা বাড়ায় হলুদ। যাবতীয় অনাকাঙ্খিত, ক্ষতিকর বস্তু সরিয়ে লিভারকে সুস্থ রাখে। ফ্যাটি লিভারের সমস্যাও দূর হয়।
6/10
ডায়বিটিসের সমস্যা থাকলে হলুদ খান। এতে প্রদাহজনিত জ্বালা কমে, দূর হয় দুশ্চিন্তা। কাঁচা হলুদও রাখতে পারেন খাবারে।
7/10
ত্বকের ঔজ্জ্বল্য বাড়ায় হলুদ। শুধু তাই নয়, বয়স ধরে রাখতে সাহায্য় করে। বজায় থাকে ত্বকের বাঁধন। হলুদের প্রভাবে ব্যাকটিরিয়ার বংশবৃদ্ধি প্রতিরোধ করা যায়। তাতে ব্রণর সমস্যা দূর হয়।
8/10
হৃদযন্ত্রের স্বাস্থ্য ধরে রাখতে উপকারী হলুদ। রক্তনালির কার্যক্ষমতা বাড়ায়। কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি কমে। রক্তচাপ রাখে নিয়ন্ত্রণে।
9/10
ভাইরাল সংক্রমণ থেকে রক্ষা করে হলুদ। বাড়িয়ে তোলো রোগ প্রতিরোধ ক্ষমতা। হার্পিস এবং ফ্লু প্রতিরোধে সহায়ক হলুদ।
10/10
তাই রান্নায় গুঁড়ো হলুদ যেমন ব্যবহার করেন, কাঁচা চিবিয়েও খেতে পারেন হলুদ। আবার বেটেও লাগাতে পারেন ত্বকে। উপকার পাবেনই।
Published at : 27 Apr 2023 12:26 PM (IST)