Hair Care Tips: চুল রং করার পর অবহেলা নয়, বিশেষ যত্ন কীভাবে?
চুলের যত্ন সারা বছর করতে হয়। ঋতুভিত্তিক তার আলাদ ধরন হলেও চুল অবহেলা কোনওভাবেই করা যাবে না। যাঁদের চুল রং করা বা হাইলাইটস করা তাঁদের আরও বেশি যত্নের প্রয়োজন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচুলে রঙের বাহার মানেই তাতে রয়েছে কেমিক্যাল। ফলে দেখতে ভাল লাগলেও চুল পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছেই। এই পরিস্থিতিতে অবশ্যই চুলের দিকে আরও বেশি নজর দিতে হবে।
প্রথমত, প্রতিদিন চুল ধোওয়া বন্ধ করতে হবে। শ্যাম্পুর পর অবশ্যই দিতে হবে হেয়ার মাস্ক। সপ্তাহে অন্তত দুবার হেয়ার মাস্ক ব্যবহার করা যায়। যা চুলের স্বাস্থ্যের জন্য উপকারী।
চুল ভাল রাখার অন্যতম প্রয়োজনীয় উপাদান তেল। তবে চুল এবং স্ক্যাল্পের ধরন বুঝে তেল ব্যবহার করতে হবে।
রং করার পর অনেকক্ষেত্রেই চুল নষ্ট হতে শুরু করে। কখনও আবার রুক্ষও হয়ে যায়। তাই চুলের স্বাস্থ্য ফেরাতে তেলের ভূমিকা অনেক।
হেয়ার স্ট্রেটনার, হেয়ার ড্রায়ারের মতো হিটিং প্রোডাক্ট ব্যবহার করা বন্ধ করতে হবে। এতে রং করার পরবর্তী সময়ে চুল রুক্ষ হতে শুরু করে।
নির্দিষ্ট সময় অন্তর চুল কাটতে হবে। কারণ চুল রং করলে তা রুক্ষ হয়ে যায়। চুলের নিচের অংশ ফাটতে শুরু করে। তাই চুল ট্রিম করা প্রয়োজন।
নিয়মিত বাইরে বেরোনোর ফলে চুল নোংরা হয়ে যায়। কিন্তু রোজ শ্যাম্পু করলেও চুলের ক্ষতি হতে পারে। চুল রুক্ষ হতে শুরু করে। পাশাপাশি নষ্ট হতে থাকে হেয়ার কালারও।
কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় পদ্ধতি ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -