Speed Post: স্পিড পোস্টে এই সামগ্রীগুলি কখনই নয়, কী কী পাঠানো যাবে না ? দেখুন একনজরে

Speed Post Prohibited: ভারতে অনেক বছর ধরে স্পিড পোস্ট ব্যবহার হচ্ছে। সাধারণত এই পোস্টের মধ্য দিয়ে দ্রুততার সঙ্গে যেকোনও কিছু এক স্থান থেকে অন্যত্র পাঠানো সম্ভব। কিন্তু কী কী পাঠানো যাবে না ?

স্পিড পোস্টে এই সামগ্রীগুলি কখনই নয়, কী কী পাঠানো যাবে না ? দেখুন একনজরে

1/10
ভারতে অনেক বছর ধরে স্পিড পোস্ট ব্যবহার হচ্ছে। সাধারণত এই পোস্টের মধ্য দিয়ে দ্রুততার সঙ্গে যেকোনও কিছু এক স্থান থেকে অন্যত্র পাঠানো সম্ভব। কিন্তু সবক্ষেত্রে নয়।
2/10
ভারতে স্পিড পোস্টের মাধ্যমে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় পণ্য পাঠালেও, কিছু এমন জিনিস আছে, যা পাঠানো যায় না। মূলত বেশ অনেক কিছুই স্পিড পোস্টের মাধ্যমে পাঠানো নিষিদ্ধ।
3/10
ইন্ডিয়া পোস্ট সূত্রে খবর, স্পিড পোস্টের মাধ্যমে কয়েন, কারেন্সি নোট এবং ব্যাঙ্ক নোট পোস্টের মাধ্যমে পাঠানো যাবে না।
4/10
পাশাপাশি এ ছাড়া স্বর্ণালঙ্কার বা স্বর্ণমুদ্রা বা অন্য স্বর্ণের সামগ্রী যার মূল্য এক লাখ টাকার বেশি, সেগুলিও স্পিড পোস্টের মাধ্যমে পাঠানো যাবে না।
5/10
একই সঙ্গে বিপজ্জনক সামগ্রী অর্থাৎ পরিবেশের ক্ষতি করে এমন পণ্য পাঠানোও স্পিড পোস্টের মাধ্যমে পুরোপুরি নিষিদ্ধ।
6/10
পরিবহণের সময় পোস্ট অফিসের আধিকারিকদের বা অন্য কারও জন্য হুমকিস্বরূপ এমন জিনিস পাঠানোও নিষিদ্ধ।
7/10
এছাড়াও ব্যাটারি এবং যে আইটেমগুলি পরিবহণ করা নিষিদ্ধ।
8/10
কারণ অনেক ক্ষেত্রেই তা সামান্য ভুলের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে।
9/10
বিশেষ করে যেহেতু পরিবহণের সময় ঘর্ষণের জেরে স্ফুলিঙ্গের সৃষ্টি হয়, তাই দাহ্য পদার্থ হলে সহজেই তা আগুন জ্বলে উঠতে পারে।
10/10
তবে এই বিষয়গুলি খেয়াল রাখলেই, বিপদ এড়ানো যাবে, আপনার সামগ্রী নিশ্চয়তার সঙ্গে গন্তব্যে পৌঁছবে।
Sponsored Links by Taboola