Speed Post: স্পিড পোস্টে এই সামগ্রীগুলি কখনই নয়, কী কী পাঠানো যাবে না ? দেখুন একনজরে
ভারতে অনেক বছর ধরে স্পিড পোস্ট ব্যবহার হচ্ছে। সাধারণত এই পোস্টের মধ্য দিয়ে দ্রুততার সঙ্গে যেকোনও কিছু এক স্থান থেকে অন্যত্র পাঠানো সম্ভব। কিন্তু সবক্ষেত্রে নয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতে স্পিড পোস্টের মাধ্যমে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় পণ্য পাঠালেও, কিছু এমন জিনিস আছে, যা পাঠানো যায় না। মূলত বেশ অনেক কিছুই স্পিড পোস্টের মাধ্যমে পাঠানো নিষিদ্ধ।
ইন্ডিয়া পোস্ট সূত্রে খবর, স্পিড পোস্টের মাধ্যমে কয়েন, কারেন্সি নোট এবং ব্যাঙ্ক নোট পোস্টের মাধ্যমে পাঠানো যাবে না।
পাশাপাশি এ ছাড়া স্বর্ণালঙ্কার বা স্বর্ণমুদ্রা বা অন্য স্বর্ণের সামগ্রী যার মূল্য এক লাখ টাকার বেশি, সেগুলিও স্পিড পোস্টের মাধ্যমে পাঠানো যাবে না।
একই সঙ্গে বিপজ্জনক সামগ্রী অর্থাৎ পরিবেশের ক্ষতি করে এমন পণ্য পাঠানোও স্পিড পোস্টের মাধ্যমে পুরোপুরি নিষিদ্ধ।
পরিবহণের সময় পোস্ট অফিসের আধিকারিকদের বা অন্য কারও জন্য হুমকিস্বরূপ এমন জিনিস পাঠানোও নিষিদ্ধ।
এছাড়াও ব্যাটারি এবং যে আইটেমগুলি পরিবহণ করা নিষিদ্ধ।
কারণ অনেক ক্ষেত্রেই তা সামান্য ভুলের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে।
বিশেষ করে যেহেতু পরিবহণের সময় ঘর্ষণের জেরে স্ফুলিঙ্গের সৃষ্টি হয়, তাই দাহ্য পদার্থ হলে সহজেই তা আগুন জ্বলে উঠতে পারে।
তবে এই বিষয়গুলি খেয়াল রাখলেই, বিপদ এড়ানো যাবে, আপনার সামগ্রী নিশ্চয়তার সঙ্গে গন্তব্যে পৌঁছবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -