Health Tips: রক্তে অতিরিক্ত কোলেস্টেরল! এড়িয়ে চলতে হবে এই খাবারগুলি
ফাইল ছবি
1/10
বর্তমান সময়ে বহু মানুষ কোলেস্টেরলের সমস্যায় ভোগেন। উচ্চ কোলেস্টেরলের জেরে কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি বাড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, উচ্চ কোলেস্টেরলের জেরে সারা বিশ্বে অন্তত ২.৬ মিলিয়ন মানুষের মৃ্ত্যু হয়।
2/10
স্বাস্থ্য বিশেষজ্ঞদের কথায়, বহু ক্ষেত্রেই দেখা যায় প্রজন্মের পর প্রজন্ম কোলেস্টেরলের সমস্যায় ভোগেন। এর পাশাপাশি অনেকে ক্ষেত্রে জীবনধারার জন্য কোলেস্টেরলের মাত্রা বাড়ে।
3/10
যার কারণ হিসেবে উঠে আসে স্বাস্থ্যকর খাবার না খাওয়া। ঠিক মতো ডায়েট চার্ট মেনে না চললে কোলেস্টেরলের মাত্রা বাড়তে পারে। তবে এই সমস্যা প্রতিরোধ করা সম্ভব।
4/10
সাধারণত কোলেস্টেরলের মাত্রা বাড়লে তার কোনও উপসর্গ হয় না। রক্ত পরীক্ষার মাধ্যমেই তা জানা যায়। বিশেষজ্ঞদের মতে, চিকিৎসকের পরামর্শ মেনে নির্দিষ্ট সময় অন্তর কোলেস্টেরলের পরিমাণ দেখে নেওয়া উচিত।
5/10
তবে এই সমস্যা মোকাবিলা করার জন্য কিছু পথ অবলম্বন করা যায়। মানতে হবে কিছু সহজ টিপস। এড়িয়ে চলতে হবে বেশ কিছু খাবার। কোন কোন খাবার রয়েছে এই তালিকায়?
6/10
রেড মিটে রয়েছে প্রোটিন, ভিটামিন, আয়রন। অতিরিক্ত ফ্য়াটও রয়েছে এই মাংসে, তাই ডায়েট চার্ট থেকে বাদ দেওয়া যেতে পারে।
7/10
বেকড খাবারে চিনি এবং মাখনের পরিমাণ বেশি থাকে। তাতে স্যাচুরেটেড ফ্যাট এবং কোলেস্টেরল থাকে। এতে হৃদরোগের ঝুঁকি বাড়ে।
8/10
প্রসেসড ফুডে প্রচুর পরিমাণে কোলেস্টেরল এবং স্যাচুরেটেড ফ্যাট থাকে। এতে হৃদযন্ত্রের সমস্যা বাড়ে।
9/10
তেলেভাজা প্রচুর পরিমাণে তেল থাকে। যাঁদের কোলেস্টেরলের সমস্যা রয়েছে তাঁদের তেলভাজার মতো খাবার ত্যাগ করা উচিত। ভাজা খাবারে চর্বি, ক্যালোরি এবং লবণের মাত্রা বেশি থাকে।
10/10
যাঁদের স্থুলতা, উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল রয়েছে তাঁদের হৃদযন্ত্রের সমস্যার ঝুঁকি থাকে। তার উপরে তেলেভাজা খেলে তাও আরও বাড়তে পারে।
Published at : 17 Mar 2022 10:31 AM (IST)