Sunscreen: কী কী দেখে কিনবেন সানস্ক্রিন ? কীভাবে বুঝবেন আপনার প্রোডাক্টই সেরা ?
ছবি সূত্র- পিক্সেলস। ত্বকের যত্নে সানস্ক্রিন ব্যবহার করতেই হবে। শুধু বাড়ির বাইরে বেরোলেই নয়, বাড়িতে থাকলেও সানস্ক্রিন ব্যবহার করা জরুরি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছবি সূত্র- পিক্সেলস। শুধুমাত্র গরমের দিনে সানস্ক্রিন ব্যবহার করবেন তা কিন্তু নয়। বর্ষা এবং শীতেও ত্বক ভাল রাখার জন্য সানস্ক্রিন ব্যবহার করা জরুরি।
ছবি সূত্র- পিক্সেলস। সানস্ক্রিন কেনার আগে ভালভাবে নিজের ত্বকের ধরন বুঝে নিতে হবে। নিজের ত্বকের ধরন অনুসারে সানস্ক্রিন বেছে নিতে হবে।
ছবি সূত্র- পিক্সেলস। আপনার ত্বক খুব অয়েলি বা তেলতেলে হলে জেল কিংবা ওয়াটার বেসড সানস্ক্রিন ব্যবহার করা ভাল।
ছবি সূত্র- পিক্সেলস। সেনসিটিভ স্কিন হলে সানস্ক্রিন ব্যবহারের আগে ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়ে নেওয়া জরুরি। আর সারাবছর যে প্রোডাক্ট ব্যবহার করেন সেটা করাই ভাল। আচমকা প্রোডাক্ট বদল করলে ত্বকের ক্ষতি হতে পারে।
ছবি সূত্র- পিক্সেলস। সানস্ক্রিনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এসপিএফ। অন্তত ৩০ এসপিএফ না থাকলে সানস্ক্রিন কিনবেন না। ৩০- এর বেশি এসপিএফ হলে খুবই ভাল।
ছবি সূত্র- পিক্সেলস। সান-ট্যান থেকে রক্ষা পেতে ৫০, ৬০ কিংবা ৬৫ এসপিএফ যুক্ত সানস্ক্রিনও ব্যবহার করতে পারবেন। এসপিএফ যত বেশি সেই সানস্ক্রিন আপনার ত্বকে সান-ড্যামেজ তত কম হতে দেবে।
ছবি সূত্র- পিক্সেলস। সেনসিটিভ স্কিন যাঁদের তাঁরা সানস্ক্রিন কেনার সময় দেখে নিন ওই প্রোডাক্টে জিঙ্ক অক্সাইড কিঙ্গা টাইটেনিয়াম অক্সাইড রয়েছে কিনা। এই দুই উপকরণের কোনও একটি থাকলে তবে কিনুন।
ছবি সূত্র- পিক্সেলস। আপনার ত্বক যদি রুক্ষ-শুষ্ক প্রকৃতির হয় তাহলে এমন সানস্ক্রিন কিনতে হবে যা আপনার ত্বক আর্দ্র রাখবে। এক্ষেত্রে হাইলুরোনিক অ্যাসিড বা সেরামাইড যুক্ত সানস্ক্রিন কিনতে পারেন।
ছবি সূত্র- পিক্সেলস। ত্বকে যদি ব্রনর সমস্যা থাকে তাহলে এমন সানস্ক্রিন কিনতে হবে যা আপনার ত্বকের রোমকূপগুলি পরিষ্কার রাখবে এবং পোরসগুলি উন্মুক্ত রাখবে না। ফলে ব্রনর সমস্যা বাড়বে না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -