Watermelons: বলিরেখা দূর করে, ঝরায় 'ডেড স্কিন সেল', ত্বকের যত্নে আর কীভাবে কাজে লাগে তরমুজ?
তরমুজের মধ্যে রয়েছে অনেক গুণ। শুধু যে পুষ্টিগুণ রয়েছে তা কিন্তু নয়। বরং তরমুজ দিয়ে খুব ভাল ভাবে ত্বকের পরিচর্যাও করা সম্ভব। একনজরে দেখে নেওয়া যাক ত্বকের যত্নে তরমুজ কীভাবে কাজে লাগে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগরমের মরসুমে ত্বক হাইড্রেটেড রাখা জরুরি। এক্ষেত্রে তরমুজের রস খেলে যেমন শরীর হাইড্রেটেড থাকে, তেমনই ত্বকও হাইড্রেটেড থাকে। অর্থাৎ ত্বকের রুক্ষ শুষ্ক ভাব দূর করে এই ফল। তরমুজের নির্যাস দিয়ে তাই ফেস স্ক্রাবিং করতে পারেন।
তরমুজের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি। এছাড়াও রয়েছে lycopene। এই সমস্ত উপকরণ ত্বকের ক্ষয়ক্ষতি রুখতে সাহায্য করে। কালচে দাগছোপ দূর করে। জেল্লা ফেরায় ত্বকের।
ত্বকের উপর ডেড স্কিন সেল জমে গেলে ত্বক দেখতে যেমন বাজে লাগে তেমনই রুক্ষ, শুষ্ক, খসখসে ভাব বোঝা যায়। এই সমস্যা দূর করে তরমুজ।
অর্থাৎ ন্যাচারাল এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে তরমুজ। এই ফলে রয়েছে ম্যালিক অ্যাসিড যা ডেড স্কিন সেল ঝরাতে সাহায্য করে। ফলে স্কিন এক্সফোলিয়েট হয়।
যাঁদের স্কিন খুব অয়েলি এবং সেনসিটিভ স্কিন তাঁদের ক্ষেত্রে প্রায় সারাবছরই ব্রনর সমস্যা দেখা যায়। এই সমস্যা দূর করতে বা কমাতেও কাজে লাগে তরমুজ।
ব্রনর সমস্যা কমাতে তরমুজের বীজ কাজে লাগে। কারণ এর মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম। এই মিনারেলস হরমোনের ব্যালান্স ঠিক রাখে এবং ব্রনর সমস্যা কমায়।
তরমুজের মধ্যে থাকা ম্যালিক অ্যাসিড আসলে একটি হিউমিকট্যান্ট যা ত্বকের আর্দ্রতা বজায় রাখতে অর্থাৎ হাইড্রেশনের ক্ষেত্রে সাহায্য করে।
ত্বকে বলিরেখার সমস্যা দেখা দিলে তা দূর করতেও কাজে লাগে তরমুজ। কীভাবে সেটাই জেনে নেওয়া যাক।
অ্যান্টি এজিং বা বলিরেখার সমস্যা রুখে দেওয়ার জন্য প্রয়োজনীয় উপরকরণ রয়েছে তরমুজের মধ্যে। এর দলে তরমুজ সহজেই অ্যান্টি এজিংয়ের সমস্যা দূর করতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -