Surya Grahan: আগামীকাল বলয়গ্রাস সূর্যগ্রহণ , ‘রিং অফ ফায়ার’ দেখা যাবে না ভারত থেকে, দেখুন- কখন শুরু কখন শেষ
আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ। এবার বলয়গ্রাস সূর্যগ্রহণের সাক্ষী থাকতে চলেছে বিশ্ব।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে ভারতে সূর্যাস্তের আগে অরুণাচল প্রদেশ ও লাদাখের কিছু অংশে মাত্র কয়েক মিনিটের জন্য এই গ্রহণ দেখা যাবে।
এছাড়া ভারতের আর কোনও জায়গা থেকেই দেখা যাবে না এই বলয়গ্রাস গ্রহণ।
নিজেদের কক্ষপথ ঘুরতে ঘুরতে চাঁদ, সূর্য ও পৃথিবী এক সরলরেখায় চলে আসে, তখনই গ্রহণ হয়।
এক্ষেত্রে চাঁদ চলে আসবে সূর্য ও পৃথিবীর মাঝখানে একই সরল রেখায়। এবারের গ্রহণ আংশিক সূর্যগ্রহণ। সূর্যের চতুর্দিকে দেখা যাবে অগ্নি বলয়।
সূর্যের প্রায় পুরোটাই ঢাকা পড়ে যাবে। তখন সূর্যের চারপাশে শুধু একটা বলয় দেখা যাবে।
বিড়লা তারামণ্ডলের ডিরেক্টর জ্যোতিপ্রসাদ দুয়ারী জানিয়েছেন, ভারকের বেশিরভাগ অংশেই এই গ্রহণ দেখা যাবে না। শুধুমাত্র উত্তর-পূর্বের অরুণাচলের একাংশে ও লাদাখে খানিক সময়ের জন্য দেখা যাবে গ্রহণ। তিনি বলেছেন, অরুণাচলে ঠিক সূর্যাস্তর আগে গ্রহণ দেখা যাবে। তবে তখন সূর্যের অত্যন্ত অল্প অংশই ঢাকা থাকবে। আর তাও দেখা যাবে দিগন্তের একেবারে নিতে। অবস্থানের ওপর নির্ভর করে ৩-৪ মিনিট তা দেখা যাবে।
দেশের উত্তরের সীমানা লাদাখে এই আংশিক সূর্যগ্রহণের শেষ পর্ব মাত্র কয়েক মিনিটের জন্য দেখা যাবে। তবে দেশের পূর্বের চেয়ে তুলনামূলকভাবে উঁচুতে এই গ্রহণ চোখে পড়বে।
অরুণাচলের দিবাং অভয়ারণ্য অঞ্চল এলাকা থেকে এই সূর্য গ্রহণের সামান্য একটা অংশ দেখতে পাওয়া যাবে বিকেল ৫.৫২ টা নাগাদ। লাদাখে সূর্যগ্রহণ ৬.১৫ টায়। সেখানে সূর্যগ্রহণের শেষ পর্য সন্ধে ৬ টা নাগাদ দেখা যেতে পারে।
এবারের সূর্যগ্রহণ দেখা যাবে উত্তর আমেরিকা, ইউরোপ ও এশিয়ায়। ভারতীয় সময় বেলা ১১. ৪২ মিনিটে শুরু হবে আংশিক গ্রহণ। শেষ হবে সন্ধে ৬. ৪১ মিনিটে।বলয়গ্রাস গ্রহণ হবে সাড়ে তিনটেয় এবং অঞ্চলভেদে তা চলবে ৪.৫২ টা পর্যন্ত। বলয় গ্রাস দেখা যাবে বিকেল ৪. ১১ মিনিটে। এই আংশিক গ্রহণ শেষ হবে সন্ধে ৬.৪১ টায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -