Swami Sarvapriyananda Quotes: প্রকৃত বন্ধু কে ? উত্তরটা কঠিন, দিশা দেখিয়েছিলেন স্বামী সর্বপ্রিয়ানন্দ
অস্থির সময়ে সবকিছুই যেন অস্থির ও টালমাটাল। তার মধ্যেই দিশা দেখান কিছু পুণ্যপ্রাণ মানব। স্বামী সর্বপ্রিয়ানন্দ তেমনই একজন।(ছবি ঋণ - vedantany.org)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাঁর কথায়, আমরা সারাদিনে জেগে থাকা অবস্থায় হাজার হাজার কথা ভাবি। (ছবি ঋণ - vedantany.org)
কেউ একজন বলেছিল দিনে ১৬ হাজার চিন্তা করি আমরা। কিন্তু ভেবে দেখলে দেখা যায়, তার অধিকাংশই অপ্রয়োজনীয়।(ছবি ঋণ - vedantany.org)
স্বামীজির কথায়, আমরা আমাদের মনের শক্তির একটি বড় অংশ খরচ করি এই চিন্তার পিছনে। অথচ সেই চিন্তা আমাদের কিছুই দেয় না।(ছবি ঋণ - vedantany.org)
প্রসঙ্গত, এই ভাবনা বন্ধুবান্ধবসহ নানা মানুষ ও বিষয় নিয়ে হয়ে থাকে। কিন্তু তাদের অধিকাংশ মানুষই প্রকৃত বন্ধু নয়।(ছবি ঋণ - vedantany.org)
এই অর্থেই স্বামীজি বলছেন, খুব কম সময়ে আমাদের সত্যি সত্যি কিছু ভাবার প্রয়োজন পড়ে। (ছবি ঋণ - vedantany.org)
তিনি সকলকে ভাবতে বলেছেন, মন্ত্রের থেকেও কি ওই ভাবনাগুলি বেশি গুরুত্বপূর্ণ ? এখানে মন্ত্র জীবনের লক্ষ্যস্বরূপ।(ছবি ঋণ - vedantany.org)
একটু তলিয়ে ভাবলে দেখা যাবে, মন্ত্রের থেকে বেশি গুরুত্ব প্রায় কারোরই নেই। কিছুরই নয়।(ছবি ঋণ - vedantany.org)
মন্ত্রই শেষ পর্যন্ত আমাদের অবিচ্ছিন্ন আনন্দ ও শান্তি এনে দেয়। আমাদের ভাল রাখে আমাদের সেই লক্ষ্য অর্জন।(ছবি ঋণ - vedantany.org)
তাই স্বামীজির কথায়, মন্ত্রই জীবনের শ্রেষ্ঠ বন্ধু। সেই আমাদের প্রকৃত বন্ধু।(ছবি ঋণ - vedantany.org)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -