Taapsee Pannu:শাড়ি পরে মার্জার সরণীতে তাপসী পান্নু, নজর কাড়ল হেয়ার স্টাইলও
এবারও সাড়ম্বরে আয়োজন করা হয়েছে ল্যাকমে ফ্যাশন উইকের। আর এতে সমস্ত তারকা ফ্যাশন ডিজাইনারদের কস্টিউম প্রেজেন্ট করতে মার্জার সরণীতে দেখা গেল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appল্যাকমে ফ্যাশন উইকের দ্বিতীয় দিনে মুগ্ধতা ছড়ালেন অভিনেত্রী তাপসী পান্নু।
তাপসীর এই লুক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অভিনেত্রীর এই ট্র্যাডিশনাল লুক অনুরাগীদের খুবই পছন্দ হয়েছে।
তাপসী ফ্যাশন ডিজাইনার গৌরাঙ্গ ও তাঁর ব্র্যান্ডের জন্য র্যাম্পে নেমেছিলেন।
আর তাপসী গৌরাঙ্গের কস্টিউম দারুণভাবে মেলে ধরেছেন।
সিল্ক শাড়ি আর কোঁকড়ানো চুলে ফুলের মালা..
তাপসীর এই লুকের জোর চর্চা চলেছে অনুরাগী মহলে।
উৎসবের মরশুম চলে এসেছে। আর তাপসীর এই লুক উৎসবের মরশুমে অনেক মহিলাকেই অনুপ্রাণিত করতে পারে।
তাপসী তাঁর হাসি ও মনকাড়া ভঙ্গিতে এই লুক আরও স্পেশ্যাল করে তুলেছেন।
ফুল স্লিভ ব্লাউজের সঙ্গে শাড়ি টিমআপ করেছেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -