Heart Blockage : কয়েকটি পরীক্ষাই বলে দেবে আপনার হার্টে ব্লকেজ আছে কি না
বিশেষজ্ঞরা মনে করছেন, সঠিক সময়ে সমস্যা শনাক্ত করা গেলে হৃদরোগ রুখে দেওয়া সম্ভব। অন্যথায় পরিস্থিতি খুব গুরুতর হতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচিকিৎসকরা বলছেন হার্ট অ্যটাকের অন্যতম কারণ হল ব্লকেজ। সেই ব্লকেজটি যদি আগেভাগে ধরে ফেলা যায়, তাহলে বড় বিপদ এড়ানো সম্ভব।
হার্টে ব্লকেজের সমস্যাকে একেবারেই উপেক্ষা করার নয় । বিশেষজ্ঞদের মতে, হার্ট ব্লকেজের সমস্যা দিন দিন বেড়েই চলেছে। হার্ট ব্লকেজের সমস্যা কীভাবে দূর করা যায়, তা জানা গেলে সমস্যা শুরুতেই অনেকটা রুখে দেওয়া সম্ভব।
হৃদ্যন্ত্রে কোলেস্টেরল অতিরিক্ত জমা হতে শুরু করলে ব্লকেজ তৈরি হয়। আসলে যখন চর্বি জাতীয় বস্তু আর্টারির মুখ সরু করে দেয়, তখন স্বাভাবিক ভাবেই তার মধ্য দিয়ে রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হয়।
যদি আপনার শরীরে হার্ট ব্লকেজের লক্ষণ দেখা যায়, তাহলে প্রথমে আপনাকে ইসিজি করাতে পরামর্শ দেওয়া হবে। ইসিজি-র মাধ্যমে বোঝা যায় হার্টে কতটা ব্লকেজ রয়েছে।
যদি ইসিজি স্বাভাবিক হয় তবে আপনি হার্ট ব্লকেজ সনাক্ত করতে 2D ইকোকার্ডিওগ্রাফি করাতে পারেন। এই পরীক্ষায় হার্টের পেশীর পাম্পিংয়ে ত্রুটি ধরা পড়ে। সেই সঙ্গে হার্টের ভাল্বে কোনো ধরনের ফুটো আছে কি না তাও খতিয়ে দেখা সম্ভব।
2D ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষায় যদি হার্টে কোনো অস্বাভাবিকতা দেখা যায়, তাহলে তা হার্ট ব্লকেজের কারণে হতে পারে। আপনার যদি প্রায়ই বুকে ব্যথা, ক্লান্তি, পিঠে ব্যথা হয়, তবে আপনাকে অবশ্যই এই পরীক্ষাটি করাতে হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -