World Press Freedom Day: কেন শুরু হয়েছিল World Press Freedom Day? পিছনে কোন কাহিনি?
প্রতি বছর ৩ মে, সংবাদমাধ্যমের স্বাধীনতার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং মত প্রকাশের স্বাধীনতার অধিকারকে সম্মান জানানোর জন্য সরকারকে তাদের কর্তব্য মনে করিয়ে দেওয়ার জন্য বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস (World Press Freedom Day) উদযাপন করা হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppUNESCO-এর সাধারণ সম্মেলনের সুপারিশ অনুয়ায়ী ১৯৯৩ সালে প্রথম বিশ্ব মুক্ত সংবাদমাধ্যম দিবস বা বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস পালিত হয়। ৩ মে দিনটিকে Windhoek Declaration-এর স্মরণে বেছে নেওয়া হয়েছে।
১৯৯১ সালে এই দিনটিতে আফ্রিকায় নামিবিয়ার সাংবাদিকদের তরফে গণমাধ্যমের স্বাধীনতার একটি নীতি-নির্দেশিকা তৈরি করা হয়েছিল। ওই দিনটিকে স্মরণ করা হয়।
বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস বা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আধুনিক সমাজে অত্যন্ত উদযাপন তাৎপর্যপূর্ণ কারণ এটি গণতান্ত্রিক সমাজে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার বার্তা দেয়।
সংবাদ পরিবেশনে সাংবাদিকদের স্বাধীনতা, তাঁদের সুরক্ষা, সংবাদ সংগ্রাহকদের সুরক্ষা, সংবাদ পরিবেশনে বাধা, ভয় দেখানো বা এমন কোনও পদক্ষেপের বিরুদ্ধে কড়া বার্তা দিতেই এই বিশেষ দিন বেছে নেওয়া হয়েছে।
Universal Declaration of Human Rights-এর ১৯ নম্বর ধারায় মতপ্রকাশের অধিকারের কথা বলা হয়েছে। বিশ্বের সব সরকারের প্রতিই এই অধিকার রক্ষার জন্য পদক্ষেপ করার বার্তা দেওয়া হয়।
UNESCO-এর তরফে বিশ্ব প্রেস ফ্রিডম দিবস ২০২৩-এর থিম বেছে নেওয়া হয়েছে। সেটি হল, 'Shaping a Future of Rights: Freedom of Expression as a Driver for all other human rights'
এই থিমটি বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবসের ৩০তম বার্ষিকীকে চিহ্নিত করে। এইবার ভিয়েনা সম্মেলনের ৩০তম বার্ষিকীও।
এই থিমটি বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবসের ৩০তম বার্ষিকীকে চিহ্নিত করে। এইবার ভিয়েনা সম্মেলনের ৩০তম বার্ষিকীও। এই বছরই Universal Declaration of Human Rights-এর ৭৫তম বছরও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -