Benefits of Having Spiced Tea: শীতের সকালে মশলাযুক্ত চা পান, মিলবে স্বাস্থ্যোজ্জ্বল ত্বক, দূর হবে উদ্বেগ
বলা হয়ে থাকে শীতকাল হল সবথেকে আরামদায়ক ঋতু। আর এই সময়ই চায়ে বিভিন্ন মশলা মিশিয়ে পান করলে তা আরও স্বাস্থ্যকর হয়ে উঠতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appল্যাভেন্ডার বা এলাচ যোগে বাড়তে পারে চায়ের গুণ। প্রত্যেকটি উপাদানের নিজস্ব কার্যকারিতা রয়েছে।
এই মশলা চা ঋতুস্রাবে ব্যথা মোকাবিলায়, রক্তে শর্করার মাত্রা কমাতে এবং পর্যাপ্ত ঘুমে সাহায্য় করে। একইভাবে, ল্যাভেন্ডার চা স্বাস্থ্যোজ্জ্বল ত্বক পেতে এবং উদ্বেগ দূর করতে সাহায্য করে।
চায়ে ভেষজ এবং মশলা যোগ করলে শীতকালে শরীরের তাপমাত্রা বজায় থাকে। খাবারের পরে মশলাযুক্ত গরম চা পান করা যেতে পারে। ড্রাই ফ্রুটস, ঘি, মাছ বা মাংসের মতো খাবার হজম করতে সাহায্য করে মশলাযুক্ত চা।
মশলাযুক্ত চায়ে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। পাশাপাশি সর্দি-কাশি, নাক বন্ধ হওয়ার সমস্যা এবং ফ্লু প্রতিরোধ করে।
মশলাযুক্ত চা খুব কম ক্যালোরি থাকে। একইসঙ্গে এতে উচ্চ পুষ্টির রয়েছে। যা অতিরিক্ত মেদ ঝরাতেও সাহায্য করে।
চায়ে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে তা ছেঁকে পান করলে দুর্দান্ত টনিক হিসাবে কাজ করে। একইসঙ্গে খিদে নিয়ন্ত্রণে সাহায্য করে।
আদা এবং পুদিনা সহযোগে চা পান করলে হজম ক্ষমতা বৃদ্ধি পায়। এমনকি উচ্চ ক্যালোরিযুক্ত খাবার হজম হতে পারে দ্রুত।
ব্যথা দূর করতে অনেকেই পেনকিলার খেয়ে থাকেন। তবে প্রাকৃতিক উপায় ব্যথা দূর করা সম্ভব। লবঙ্গ চায়ে যোগ করে পান করলে ব্যথানাশক হিসেবে কাজ করে।
এনার্জি ড্রিংকগুলিতে উচ্চ মাত্রার ক্যাফেইন থাকতে পারে যা স্বাস্থ্যের জন্য খারাপ। তবে মশলাযুক্ত চায়ে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হয় না। এই চা প্রাকৃতিক শক্তি জোগায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -