Children Exam Diet: পরীক্ষার সময় বিশেষ যত্ন নিন সন্তানের, পাতে থাক এইসব খাবার
Health Tips: পরীক্ষার সময় সন্তানের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া জরুরি। সন্তানের ডায়েট নিয়ে যত্নশীল হোন। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/12
পরীক্ষা শুধু সন্তানের নয়, মা-বাবারও। তাই পরীক্ষার সময় ছেলেমেয়ের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন।
2/12
সন্তানের ডায়েটে এমন কিছু খাবার রাখা উচিত, যাতে পড়াশোনায় আরও মন বসে তাদের। আবার শরীর, মনও তরতাজা থাকে।
3/12
এক্ষেত্রে সন্তানের ডায়েটে স্যামন, সার্ডিনের মতো ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার রাখুন। এতে মস্তিষ্কের সক্রিয়তা বাড়ে, বাড়ে স্মৃতিশক্তি এবং বাড়ে মনোযোগও।
4/12
ডিম প্রোটিন এবং কোলিনে পরিপূর্ণ, যা মস্তিষ্কের বিকাশের সহায়ক, মনোযোগ বাড়িয়ে তোলে।
5/12
ব্লুবেরিজ স্মৃতিশক্তি প্রখর করে। অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে মস্তিষ্ককে। অ্যান্টিঅক্সিড্যান্টে সমৃদ্ধ হওয়ায় নতুন কিছু শেখা সম্ভব হয় সহজেই।
6/12
অবশ্যই বাদাম খেতে দিন সন্তানকে। আমন্ড হতে পারে, কাজু হতে পারে, আখরোট হতে পারে। ভিটামিন ই, ম্যাগনেসিয়াম, হেলদি ফ্যাট মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়, মন শান্ত রাখে।
7/12
গাঢ় সবুজ শাক-সবজি থাক সন্তানের পাতে। আয়রন, ফোলেট মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষা করে। মনোযোগ বাড়িয়ে তোলে।
8/12
দানাশস্য খাওয়ান সন্তানকে। এতে এনার্জি বাড়ে। দীর্ঘমেয়াদি সচেতনতা তৈরি হয়।
9/12
কলা পটাসিয়াম এবং প্রাকৃতিক শর্করায় পরিপূর্ণ। এতে এনার্জি বাড়ে, বাড়ে মস্তিষ্কের কার্যকারিতা।
10/12
গ্রিক ইয়োগার্টে প্রোটিন এবং প্রোবায়োটিক থাকে, যা মস্তিষ্কের কোষগুলির মধ্যে সংযোগ বাড়িয়ে তোলে। জ্ঞান আহরণের শক্তি বাড়ে আমাদের।
11/12
কুমড়োর বীজ জিঙ্ক, ম্যাগনেসিয়াম, আয়রনে সমৃদ্ধ। স্মৃতিশক্তি প্রখর হয়। বাড়ে মনোযোগ।
12/12
পাশাপাশি, ডার্ক চকোলেটও দিতে পারেন সন্তানকে। ফ্ল্যাভনয়েড, ক্যাফিন মনোযোগ বাড়ায়। স্মৃতিশক্তি প্রখর হয় যেমন, মেজাজও ফুরফুরে থাকে। ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
Published at : 19 Feb 2025 09:44 AM (IST)