Tea Mistakes: গরম চায়ে চুমুক দেন? বিপদ হতে পারে, এই ভুলগুলি না করাই ভাল…
Common Tea Mistakes: চা দৈনন্দিন জীবনের অংশ। কিন্তু এই ভুলগুলি এড়ান। ছবি: ফ্রিপিক।
Continues below advertisement
ছবি: ফ্রিপিক।
Continues below advertisement
1/10
চা ছাড়া চলে না একদিনও। বিশেষ করে ভারতের মতো দেশে, চা-পান নেহাত কোনও অভ্যাস বা বদভ্যাস নয়, জীবন ও যাপনের অঙ্গ।
2/10
মানুষ বিশেষে ভিন্ন ভিন্ন প্রকার চা-ও রয়েছে বাজারে। শরীরকে অ্যান্টিঅক্সিড্যান্ট জোগানো হোক বা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, হজম ক্ষমতা বৃদ্ধি, চায়ের গুণও অনেক।
3/10
কিন্তু চা নিয়ে কিছু ভুল করে ফেলি আমরা, যা আমাদের শরীরের ক্ষতি করে, ক্ষতিগ্রস্ত হয় আমাদের লিভার, অন্ত্র। কী সেই ভুল জানুন।
4/10
চিনি দেওয়া চা শরীরে গেলে, তাতে ক্ষতিই বেশি। ফ্যাটি লিভার, ডায়বিটিসের ঝুঁকি বাড়ে।
5/10
ডিটক্স বা রোগা হওয়ার জন্যও দিনভর চায়ে চুমুক দেন অনেকে। কিন্তু এতে জলশূন্যতা দেখা দেয়, ইলেকট্রোলাইটের ভারসাম্য বিঘ্নি হয় এবং দীর্ঘমেয়াদি ক্ষতি হয় অন্ত্রের।
Continues below advertisement
6/10
খালি পেটে চায়ে চুমুক দেবেন না কখনও। রিফ্লাক্সের সমস্যা হতে পারে। বমি বমি ভাব, অস্বস্তি বোধ হতে পারে শরীরে। কিছু খেয়ে তবেই চায়ের কাপে চুমুক দিন।
7/10
গ্রিন টি সাধারণত বিপজ্জনক নয়। কিন্তু গ্রিন টি-র অতিরিক্ত মাত্রায় শরীরে গেলে, তা ক্ষতিকর। লিভারে বিষক্রিয়া ঘটে। কিছু সাপ্লিমেন্টে গ্রিন টি-র নির্যাস পাওয়া যায় বেশি মাত্রায়।
8/10
খুব গরম চা গলায় ঢাললে বিপদ হতে পারে। চায়ের তাপমাত্রা যদি ৫৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়, তা থেকে ইসোফেগাল ক্যান্সারের ঝুঁকি বাড়ে। ঈষৎ গরম চা পান করতে পারেন।
9/10
বাজারে এখন বোবা টি বা বাবল টি-র রমরমা। কিন্তু তাতে স্টার্চ থাকে, চিনি থাকে বেশি মাত্রায়। এতে ফ্যাটি লিভার থেকে ইনস্যুলিন রেজিসট্যান্স দেখা দিতে পারে।
10/10
গভীর রাতে চা বা গ্রিন টি পান করবেন না। এতে ঘুমে ব্যাঘাদ ঘটবে, যার প্রভাব পড়ে সার্বিক স্বাস্থ্যের উপরই। ডিসক্লেইমার : প্রতিবেদনে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Published at : 18 Nov 2025 02:16 PM (IST)