Zodiac Signs: মানুষ দেখে বরং নাক সিঁটকোন, পোষ্যের সঙ্গেই ভাল জমে এই রাশির জাতকদের
মানুষের চেয়ে সারমেয় অনেক বেশি বিশ্বস্ত বলে প্রচলিত রয়েছে। একথা অনেকের কাছেই সর্বৈব সত্য। মানুষের চেয়ে সারমেয়র সঙ্গে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এঁরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশুধু পোষ্য ভালবাসেন বলে নয়, মানুষের চেয়ে সারমেয়কে অনেক বেশি ভরসাযোগ্য বলে মনে করেন কিছু মানুষ। আবার অবলা প্রাণীর জন্য মন কেঁদে ওঠে অনেকের। বেশ কিছু রাশির ক্ষেত্রে এই প্রবণতা বেশি।
কর্কট রাশির জাতকদের মন অত্যন্ত নরম হয়। অনুষ্ঠান বাড়িতে গেলেও, আত্মীয়-স্বজনের চেয়ে পোষ্যের সঙ্গে মেতে থাকেন এঁরা। পোষ্য দেখলেই মন ভাল হয়ে যায় এঁদের।
কুকুরছানা হোক বা বিড়ালছানা অথবা খরগোশ, পোষ্য পেলেই হল। কর্কট রাশির জাতকরা বাকি সব কিছু ভুলে যেতে পারেন। পোষ্যর সঙ্গে থাকলে অনায়াসে সময় কাটে এঁদের।
সিংহ রাশির জাতকরা হাসিখুশি স্বভাবের হন। পোষ্যের নিঃস্বার্থ ভালবাসাই এঁদের আকর্ষিত করে। এমনকি আলাপচারিতার ক্ষেত্রেও কথায় কথায় পোষ্যর প্রসঙ্গ উঠে আসে এঁদের মুখে।
পশুকে আদর করা, তাদের সঙ্গে খেলা করা অত্যন্ত পছন্দ সিংহ রাশির জাতকদের। এতে মনও শান্ত থাকে এঁদের। পোষ্যকে কাছে পেলে সব সমস্যা ভুলে যান।
চারপাশের লোকজনের সঙ্গে আলাপচারিতার চেয়ে একাকী পোষ্যর সঙ্গে সময় কাটানো পছন্দ কন্যা রাশির জাতকদের। মানুষের চেয়ে পোষ্য ঢের বেশি বিশ্বস্ত বলে মনে করেন এঁরা।
পোষ্যর মধ্যে সরলতা খুঁজে পান কন্যা রাশির জাতকরা। জীবনে ঝড় বয়ে গেলেও, একমাত্র পোষ্যকে দেখে রাগ হয় না এঁদের।
পোষ্যর সঙ্গে মনের সংযোগ খুঁজে পান মীন রাশির জাতকরা। পশুদের মধ্যে দেখনদারি নেই বলেই আরও বেশি আকর্ষিত হন এঁরা।
পোষ্যর যত্নে কোনও খামতি রাখেন না মীন রাশির জাতকরা। কাছের মানুষজনের থেকে পোষ্যকে বেশি গুরুত্ব দেন এঁরা। ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -