Skincare Products: 'স্কিন কেয়ার' প্রোডাক্ট কেনার সময় কী কী খেয়াল রাখবেন? জেনে নিন
ত্বকের যত্ন নেওয়ার জন্য অনেক প্রোডাক্টই তো ব্যবহার করেন। কিন্তু রূপচর্যায় ব্যবহৃত এইসব স্কিন কেয়ার প্রোডাক্ট কেনার ক্ষেত্রে যে বেশকিছু নিয়ম মাথায় রাখতে হয় তা কী জানেন? না জানা থাকলে অতি অবশ্যই জেনে নিন স্কিন কেয়ার প্রোডাক্ট কেনার সময় কোন কোন দিকে খেয়াল রাখবেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রথমেই নিজের ত্বকের ধরন বুঝে নেওয়া প্রয়োজন। অর্থাৎ আপনার স্কিন অয়েলি নাকি রুক্ষ-শুষ্ক তা বুঝে নিয়ে সেই মতো স্কিন কেয়ার প্রোডাক্ট কিনুন।
বরাবর যে ব্র্যান্ডের স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করেন, আচমকা তা বন্ধ করে দেবেন না। নতুন জিনিস লাগানোর আগে ভেবেচিন্তে নিন।
স্কিন কেয়ার প্রোডাক্ট কেনার আগে ভাল করে দেখে নিন ওই প্রোডাক্টে কী কী উপকরণ রয়েছে।
নতুন ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট কেনার ক্ষেত্রে সতর্ক থাকুন। কিনে ফেললেও লাগানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করেন। ত্বকের অল্প জায়গায় প্রথমে লাগিয়ে পরীক্ষা করে নিন।
ত্বক যদি তৈলাক্ত হয় অর্থাৎ অয়েলি স্কিন এবং ব্রনর সমস্যা থাকে তাহলে স্কিন কেনার প্রোডাক্ট কেনার ক্ষেত্রে বিশেষ সতর্কতা নিন।
সালফেট জাতীয় স্কিন কেয়ার প্রোডাক্ট যেমন- বডিওয়াশ, শ্যাম্পু এড়িয়ে চলুন। কারণ ত্বক এবং স্ক্যাল্পের ন্যাচারাল অয়েল নষ্ট করে দেয় এই সালফেট।
ত্বকে যদি র্যাশ হওয়ার প্রবণতা থাকে তাহলে পারফিউম বা বডিস্প্রে থেকে দূরে থাকুন। কারণ এই জাতীয় প্রোডাক্ট ত্বকে লাগালে র্যাশের প্রবণতা বাড়তে পারে।
নরম্যাল স্কিনের জন্য ৫.৫ pH সবচেয়ে ভাল। এর থেকে বেশি বা কম pH-এর প্রোডাক্ট এড়িয়ে চলুন। এগুলো লাগালে ত্বকের ক্ষতি হতে পারে।
স্কিন কেয়ার প্রোডাক্টের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সানস্ক্রিন। এই সানস্ক্রিন কেনার সময় অবশ্যই এসপিএফের পরিমাণ দেখে নিতে হবে। অয়েলি স্কিন হলে জেল জাতীয় সানস্ক্রিন ব্যবহার করতে পারেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -