Work Out Tips: শীতের মরশুমে বাড়ির বাইরে শরীরচর্চা করতে গেলে অবশ্যই খেয়াল রাখুন এই কয়েকটি নিয়ম
অনেকের ক্ষেত্রেই দেখা যায় একসগে কয়েকজন বন্ধু মিলে পার্ক কিংবা খোলা মাঠে যোগাসন অভ্যাস করেন। গরমের দিনে এভাবে শরীরচর্চা করার মধ্যে কোনও অসুবিধা নেই। কিন্তু শীতের মরশুমে ঠান্ডা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশীতের দিনে আলস্য কাটিয়ে শরীরচর্চা করা অবশ্যই জরুরি। শুধু শীত কেন সারা বছরই ওয়ার্ক আউট করে নিজেকে অ্যাক্টিভ রাখা প্রয়োজন। এর ফলে সুস্থ থাকবেন আপনি। শরীর থাকবে ঝরঝরে।
শীতের দিনে বাড়ির বাইরে খোলা জায়গায় শরীরচর্চা করতে গেলে ভীষণ ভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন ওয়ার্ম আপ সেশনের উপর। হঠাৎ করে একসারসাইজ করতে শুরু করে দিলে আপনার শরীর জানান দেবে যে সে মোটেই তৈরি নেই। ফলে চোট-আঘাত লাগতে পারে।
যদি হাঁটাচলা, জগিং, যোগাসন, ফ্রি-হ্যান্ড একসারসাইজ শুরুর আগে কিছুক্ষণ ওয়ার্ম আপ করে নিতে পারেন তাহলে অনেক উপকার পাবেন। আপনার পেশী শিথিল হয়ে যাবে। অযথা চোট পাবেন না আপনি।
যেহেতু শীতের মরশুম তাই বাড়ির বাইরে খোলা জায়গায় শরীরচর্চা করতে যাবেন, তাই ঠান্ডা লাগা এড়াওর জন্য ভালভাবে গরম পোশাক পরে নেওয়া উচিত। তবে আপনি স্বচ্ছন্দ্য বোধ করছেন না এরকম শীতপোশাক না পরাই মঙ্গলের।
শীতকালে আমাদের জল একটু কমই খাওয়া হয়। তাই শরীরে জলের ঘাটতি অর্থাৎ ডিহাইড্রেশন হতে পারে। এই সমস্যা এড়ানোর জন্য সঙ্গে জলের বোতল রাখুন। শরীরচর্চা শুরুর আগে এবং পরে ও মাঝে জল খাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।
যাঁদের ঠান্ডা লাগার ধাত রয়েছে তাঁরা একটু বেশি সতর্ক থাকুন। মূলত আমাদের কান এবং মাথা দিয়ে সবচেয়ে বেশি ঠান্ডা লাগে। তাই শরীরের এই দুই জায়গায় যাতে হাওয়া না লাগে সেদিকে নজর দেওয়া দরকার।
ওয়ার্ক আউট শুরু করার আগে যেমন ওয়ার্ম আপ করছেন তেমনই শরীরচর্চা শেষ হওয়ার পরে স্ট্রেচিং করাও দরকার। এর ফলে পেশীতের টান ধরে যাওয়ার সমস্যা, অন্যান্য চোট-আঘাতের সম্ভাবনা কমে যায়।
শীতের মরশুমে বাড়ির বাইরে গিয়ে শুরু শরীরচর্চা করলেই হবে না। নজর দিতে হবে খাওয়া-দাওয়া এবং জল খাওয়ার দিকেও। সব ঠিকমতো হলে তবেই আপনি একটি স্বাস্থ্যকর জীবনে অভ্যস্ত হতে পারবেন।
মূলত আমরা ওজন কমানোর জন্য শরীরচর্চা করে থাকি। তবে ওয়ার্ক আউট করলে আপনার মন, মেজাজও ফুরফুরে থাকবে। তাই এই অভ্যাস ত্যাগ করবেন না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -