Skincare Tips: শীতকালে কীভাবে গোড়ালির যত্ন? রইল টিপস

Dry Cracked Heels: শীতকালে নানা সমস্যায় জেরবার। ত্বকের সমস্যা সমাধানে অনেকেই অনেক জিনিস ব্যবহার করে থাকেন। একইভাবে গোড়ালির যত্ন নেওয়াও কিন্তু প্রয়োজন।

ফাইল ছবি

1/9
শীতকাল মানেই ত্বকের নানা সমস্যা। হঠাৎ ঠান্ডা পড়লে কীভাবে নিজেকে ভাল রাখবেন, তা নিয়ে দুশ্চিন্তার শেষ নেই। এই সব কিছুর মধ্যে শরীরের যে অংশটা অবহেলিত, তা হল পা।
2/9
শীতকালে ত্বক রুক্ষ হয়ে যাওয়া অত্যন্ত স্বাভাবিক একটা বিষয়। একইভাবে রুক্ষ হতে থাকে পা-ও। গোড়ালি ফাটতে শুরু করে।
3/9
জল শরীরকে হাইড্রেটেড রাখে। প্রতিদিন ৩ থেকে ৪ লিটার জল পান করা জরুরি। শরীরের শুষ্কতা দূর করে।
4/9
হালকা গরম জলে কয়েকটা লেবুর ফোঁটা মিশিয়ে তাতে পা ভিজিয়ে রাখুন ১৫ মিনিট। তারপরে নরম ব্রাশ ব্যবহার করে পা স্ক্রাব করুন।
5/9
সপ্তাহে তিন দিন ব্যবহার করুন পিউমিস স্টোন। ত্বকের মৃত কোষ দূর করতে এবং আপনার পা নরম রাখতে সাহায্য করবে।
6/9
পেট্রোলিয়াম জেলি গোড়ালি গভীরভাবে ময়শ্চারাইজ করতে সাহায্য করে। ত্বককে নরম রাখে।
7/9
প্রতিদিন তিনবার ময়েশ্চারাইজার লাগান। যা ত্বককে শুষ্কতা দূর করবে বা ফাটল দূর হবে। পাশাপাশি হাইড্রেটেড রাখবে।
8/9
পা ভিজিয়ে রাখার পর নারকেল তেল বা শিয়া বাটার লাগিয়ে রাখুন। শিয়া বাটার ভিটামিন A, E এবং F সমৃদ্ধ যা রুক্ষ শুষ্ক ত্বককে নিরাময় করে।
9/9
এই সময় বাধ্যতামূলক মোজা পরা। রাতে শোয়ার সময় ময়শ্চারাইজার মেখে মোজা পরে শুতে পারেন। পাশাপাশি বাইরে বেরোনোর সময় মোজা পরলে গোড়ালির যত্ন নেওয়া সম্ভব।
Sponsored Links by Taboola