Lifestyle: সান বার্নসে কী ভাবে কাজে দেয় অ্যালোভেরা?
Tips To Treat Sun Burns: গাছের অনেক উপকারিতা, এ কথা ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি। কিন্তু কোনও কোনও গাছের উপকারিতা আমাদের কল্পনাকেও হার মানিয়ে দিতে পারে।
সান বার্নসে কী ভাবে কাজে দেয় অ্যালোভেরা?
1/8
গাছের অনেক উপকারিতা, এ কথা ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি। কিন্তু কোনও কোনও গাছের উপকারিতা আমাদের কল্পনাকেও হার মানিয়ে দিতে পারে।
2/8
যেমন অ্যালোভেরা। প্রদাহ কমাতে এর ব্যবহার যুগ যুগ ধরে চলে আসছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সান বার্নস কমাতেও এর জুড়ি মেলা ভার।
3/8
সান বার্নস কমাতে কী ভাবে অ্যালোভেরা ব্যবহার করবেন? কয়েকটি সহজ উপায় রয়েছে। প্রথমত, এটি সরাসরি ত্বকে লাগাতে পারেন।
4/8
সরাসরি ত্বকের যে অংশে সান বার্নস হয়েছে, সেই অংশে একেবারে সরাসরি গাছ থেকেই অ্যালোভেরা প্রয়োগ করতে পারেন।
5/8
নারকেল তেলের সঙ্গে মিশিয়ে সান বার্নসের উপর লাগিয়ে রাখুন। তাতেও দারুণ কাজ দেয়।
6/8
অ্যালোভেরা সমৃদ্ধ বডি লোশন সান বার্নস রোধে দারুণ কাজ দিতে পারে। তবে এসব ক্ষেত্রে দেখে নেওয়া দরকার, লোশনে অ্যালোভেরার মাত্রা যেন অনেকটাই বেশি থাকে।
7/8
উপাদানটি ব্যবহার করার আরও একটি উপায় রয়েছে। অ্যালোভেরা ভাল করে বেঁটে একটি আইস ট্রে-তে রেখে দিন। তার পর ওই আইস কিউব সান বার্নস-এ লাগান।
8/8
কিন্তু একটি বিষয় খেয়াল রাখা দরকার। এর পরও যদি সান বার্নস ঠিক না হয়, তা হলে অবশ্যই চিকিৎসকের কাছে যান। তাঁরা আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবেন।
Published at : 06 Oct 2022 09:35 PM (IST)