Shoe Odor: অন্যের অস্বস্তির কারণ হবেন না, জুতোর দুর্গন্ধ দূর করুন সহজ উপায়ে
পা ঘামলে মোজা থেকে গন্ধ বেরোয় যেমন। তেমনি স্যাঁতস্যাঁতে পরিবেশে দুর্গন্ধ বেরোয় জুতো থেকেও। অনেক সময় নিজে না পেলেও, আশপাশের লোকজন টিকতে পারেন না সেই দুর্গন্ধে। কিন্তু মুখ ফুটে বলতে পারেন না কিছু।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজুতোর এই দুর্গন্ধ কিন্তু সহজেই দূর করা সম্ভব। বাজার থেকে হাজার জিনিসও কিনতে হবে না। বাড়িতে মজুত জিনিসেই মিলবে সুরাহা।
ভিনিগার ব্যাকটিরিয়া দূর করে। তবে সরাসরি জুতোয় ভিনিগার ঢেলে দেবেন না। বরং কাপড়ে ভিজিয়ে চেপে চেপে মুছুন। ভিনিগার একেবারে শুকিয়ে গেলে তবেই পরুন জুতো।
অ্যালকোহলেও হতে পারে সুরাহা। এক্ষেত্রেও কাপড় বা কাগজ ভিজিয়ে চেপে চেপে বসান। শুকিয়ে গেলে পরতে পারেন।
বেকিং সোডাও জুতোর দুর্গন্ধ দূর করে। জুতোর ভিতর ছড়িয়ে দিন বেকিং সোডা। রাত ভর রেখে ঝেড়ে নিন। কাপড় দিয়ে মুছে পরুন।
অব্যবহৃত টিব্যাগ রেখে দিন জুতোর ভিতর। আর্দ্রতা শুষে নেবে টিব্যাগ। বাড়তে পারবে না ব্যাকটিরিয়া। ২৪ ঘণ্টায় ফল পাবেন।
জুতোর ভিতর সাবান রাখলেও মেলে সুফল। সাবানের গন্ধে মরে যাবে ব্যাকটিরিয়া। নিশ্চিন্তে গলাতে পারবেন পায়ে।
এসেনশিয়াল অয়েলও জুতোর দুর্গন্ধ দূর করে। এতে অ্যান্টি ফাঙ্গাল উপাদান থাকে। ব্যাকটিরিয়া মারার পাশাপাশি, দুর্গন্ধও দূর করে।
এক জুতো অনেক দিন ব্যবহার করলে, ইনসোল নষ্ট হয়ে যায়। তা থেকেও বেরোয় দুর্গন্ধ। বদলে ফেললে সমস্যা মিটবে।
পা পরিষ্কার রাখাও সমান জরুরি। ভাল করে পা ধুয়ে, ময়েশ্চারাইজার লাগান। তার পর শুকনো পা গলান জুতোয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -