Quick Pasta: কীভাবে বাড়িতে অল্প সময়ে বানাবেন পাস্তা ?
Quick Pasta At Home:অল্প সময়েই বাড়ি বসে বানান ইটালিয়ান পাস্তা, কিন্তু কীভাবে, রইল সেই ফান্ডা।
কীভাবে বাড়িতে অল্প সময়ে বানাবেন পাস্তা ?
1/10
পাস্তা বাজার থেকে কিনে খাওয়াই যেতে পারে, তবে বাড়ি বানানো পাস্তা যেকোনও সময়েই টেক্কা দেবে সবাইকে।
2/10
প্রথমত বাইরের বানানো পাস্টা নানা কারণে ক্ষতি সাধন করে। অনেকসময়েই ব্যবহার করা সামগ্রী গ্যাস, অ্যাসিডিটি বাড়িয়ে দেয়।
3/10
তবে অ্যাসিডিটি বেড়ে গেলে সেক্ষেত্রে বাইরের পাস্তা এড়িয়ে চলাই ভাল। বরং বাড়িতে জমিয়ে বানান পাস্তা।
4/10
সবার প্রথমে ফ্রেশ চিকেন কিনে আনুন। মনে রাখবেন চিকেন কিন্তু অল্প দিলেই স্বাদ খুলবে। চাইলে চিংড়ি মাছও দিতে পারেন।
5/10
সময় বুঝে মাংসকে ম্যারিনেট করুন। রেডি রাখুন সয়া সস, চিলি সস, টমেটো সস।
6/10
রেডি রাখুন রাখুন ক্যাপসিগাম,পেয়াজ কুচি, রসুন বাটা, সামান্য আদা বাটা। বাজারের আদা-রসুন পেস্ট এড়িয়ে গেলে ভাল হয়।
7/10
পাস্তা মশালা, চিলি ফ্লেক্স, গোলমরিচ, নুন পরিমাণ মত দিন। ফ্রাই প্যানে সাদা তেল তাঁতিয়ে নিন।
8/10
সিজল হলেই একে একে মশলা, পেয়াজ ,ক্যাপসিগাম ছাড়ুন। হালকা লাল হয়ে এলে এবার পাস্তা ঢেলে দিন।
9/10
স্বল্প সময়েই দেখবেন আপনার পাস্তা রেডি। সুন্দর চিনামাটির সাদা প্লেটে সাজিয়ে পরিবেশন করুন।
10/10
তবে বাড়িতে বানিয়ে পাস্তা খাওয়ার আগে অনেকেই পছন্দের স্যালাডও একসঙ্গে খেতে পছন্দ করেন। স্বাদের জন্য অনেকেই ধনে পাতা দেন।
Published at : 08 Mar 2023 12:46 AM (IST)