Tomato Ketchup: শুধু খেতে বা রান্না করতেই নয়, টমেটো কেচ আপ অন্য আরও কাজেও লাগে
টমেটো কেচআপ ছাড়া জমে না ফাস্টফুড। বাড়িতে তৈরি স্ন্যাক্সেও টমেটো কেচআপের প্রয়োজন পড়ে। কেচআপ শরীরে জন্য ভাল নয় জেনেও, বাজার থেকে কিনে আনতে দ্বিধা করি না আমরা। ছবি: পিক্সাবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে স্ন্যাক্সের সঙ্গে খাওয়া ছাড়াও,আরও একাধিক কাজে ব্যবহার করতে পারেন টমেটো কেচআপ। ক্ষত সারানো থেকে থালাবাসন ঝকঝকে করে তোলা, কেচআপ অন্য আর কী কী কাজে লাগতে পারে, জানলে অবাক হবেন। ছবি: পিক্সাবে।
বিশ্বের সর্বত্র বিক্রিত খাদ্যপণ্য টমেটো কেচআপ। অন্য আর কী কী কাজে টমেটো কেচআপ ব্যবহারে উপকার মেলে, জেনে নিন। ছবি: পিক্সাবে।
রান্নাঘরের থালাবাসন কি কালো হয়ে গিয়েছে? পাকাপাকি দাগ বসে গিয়েছে থালাবাটিতে? মাজার সময় একটু কেচআপ এবং এক চিমটে লবণ দিয়ে ঘষে নিন। দেখবেন ঝকঝকে হয়ে গিয়েছে। ছবি: পিক্সাবে।
মাছ-মাংস ধোয়ার পর হাত থেকে গন্ধ বেরোয়। খাওয়ার পরও এমনটা হয়ে থাকে। এক্ষেত্রে হাত ধুতে ব্যবহার করুন কেচআপ। কেচআপে থাকা অম্ল উপাদান ব্যাকটিরিয়া নির্মূল করে হাতের গন্ধ দূর করে। হাতে আঙুলে নিয়ে ঘষে নিন, তার পর ধুয়ে নিন। ছবি: পিক্সাবে।
কড়াইয়ের লোহার ডাঁটি বা জানলার রডে কি জং পড়ে গিয়েছে? এক্ষেত্রে চটজলদি সমাধান হল কেচআপ। জংয়ের উপর কেচআপ লাগিয়ে নিন। ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন ওই ভাবে। এর পর তারযুক্ত ব্রাশ দিয়ে ঘষে নিন। ছবি: পিক্সাবে।
চুলে কালার করা থাকলে, সুইমিং পুলের ক্লোরিন জলে রং খারাপ হয়ে যায়। সেক্ষেত্রে চুলেও লাগাতে পারেন কেচআপ। ২০ থেকে ৩০ মিনিট রেখে দিন। ভাল করে ধুয়ে নিলেই আর চিন্তা থাকবে না। ছবি: পিক্সাবে।
হাত-পা কেটে-ছড়ে গেলে কেচআপ লাগাতে পারেন। তবে সরাসরি নয়। ফ্রিজে কেচআপ রেখে দিতে হবে। আইসপ্যাক হিসেবে ক্ষতের উপর বুলিয়ে নিন। ছবি: পিক্সাবে।
সারাদিন বাইরে যদি খেলে বেড়ায় পোষ্য, তাকে স্নান করাতেও কেচআপ ব্যবহার করতে পারেন। স্নান করানোর সময় শ্যাম্পুর মতো করে গায়ে লাগিয়ে ঘষুন। অন্তত ২০ মিনিট সংয় নিন। দেখবেন পোষ্যর গা থেকে কোনও গন্ধ বেরোচ্ছে না। ছবি: পিক্সাবে।
স্কুলে বাচ্চাদের নাচ-গান, নাটকের মেকআপে নিশ্চয়ই কেচআপ ব্যবহার করেন। নকল রক্ত হিসেবে জামায় ছিটিয়ে দিতে পারেন। পরে তোলা যদিও কষ্টকর। ছবি: পিক্সাবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -