Tongue Colour Change : জিভের রং পরিবর্তন এইভাবে বুঝিয়ে দেয় আপনার কী রোগ হয়েছে
ছোট্টবেলা থেকেই ডাক্তারবাবুর চেম্বারে গেলেই তিনি আগে লম্বা করো জিভটা বার করতে বলেন। তারপর পেল্লায় সাইজের একটা টর্চ নিয়ে দেখেন জিভের পুঙ্খানুপুঙ্খ।
Tongue Colour Change : জিভের রং পরিবর্তন এইভাবে বুঝিয়ে দেয় আপনার কী রোগ হয়েছে
1/10
জিভ দেখে কি রোগের আন্দাজ করা যায়? চিকিৎসকরা বলছেন , হ্যাঁ। শিশু থেকে বৃদ্ধ জিভের রঙে বদল কিন্তু শরীরের ভাল-মন্দ নিয়ে নানা ইঙ্গিত দিয়ে থাকে।
2/10
জিভ আমাদের শরীরে একটি মাংসল অঙ্গ, যা পিছন দিকে ছাড়া বাকি দিকে ঘোরানো যেতে পারে। ৩ টি কেন্দ্রীয় স্নায়ু দ্বারা এটি নিয়ন্ত্রিত। স্বাদগ্রহণ ও পাচন প্রক্রিয়ায় প্রাথমিক কাজটিই করে জিভ।
3/10
স্ট্রোক হলে জিভের কিছু অংশ কাজ করে না। দুর্বল ও ছোট হয়ে যায়। স্বাদকোরকগুলিও অনেকসময় সমস্যা হতে পারে স্ট্রোক হলে।
4/10
ফুসফুস-হৃদপিণ্ডের সমস্যা হলে রক্তে অক্সিজেনের মাত্রা কমে যায়। অর্থাৎ রক্তও কিছুটা নীলচে হয়ে যায়। জিভের নিচটাও তখন নীলচে দেখায়। যাকে বলে সায়নোসিস।
5/10
রক্তে বিলিরুবিন বেড়ে গেলে জিভ হলুদ লাগে। অ্যানিমিয়ার লক্ষণও ধরা পড়ে জিভে।
6/10
জিভে ঘা হলে , তাকে বলে গ্লসাইটিস (glossitis)। জিভ লাল হয়ে গেলে তাকে বলে অ্যাঙ্গরি লুকিং টাং।
7/10
স্বাদ কোরক নষ্ট হয়ে যাওয়া, মশলাদার খাবার খেলেই জিভ জ্বালা করার কারণ হতে পারে ভিটামিন বি কমপ্লেক্সের এর ঘাটতি।
8/10
কোটেড টাং বা জিভে সাদা আস্তরণ পড়ার কারণ অনেক অন্তর্নিহিত বড় অসুখও হতে পারে। ডিহাইড্রেশনের ইঙ্গিতও জিভ সাদা হয়ে যাওয়া।
9/10
মুখ দিয়ে শ্বাস নিলে জিভ মোটা হয়ে যায়। জিভের রং কালচে হয়ে যায় শরীরে অতিরিক্ত নিকোটিন গেলে।
10/10
স্ট্রবেরির মতো লাল আর খোঁচা খোঁচা অ্যাপিয়ারেন্স হয়ে থাকা কাওয়াসাকি ডিসিজের লক্ষণ হতে পারে।
Published at : 10 Jan 2023 09:46 AM (IST)