Vastu Tips: মঙ্গলবার এই কাজগুলি ভুলেও করবেন না, জীবনে আসতে পারে দুর্ভোগ
Vastu Shastra: মঙ্গলবার ভুলেও করবেন না এই ৪ কাজ, বাড়িতে হতে পারে ঘোর অমঙ্গল
হনুমানজির পূর্ণ সমর্থন পেতে চান তবে অবশ্যই মঙ্গলবার দেবতার পুজো করুন
1/7
সপ্তাহের প্রতিটি দিনই কোনও না কোনও গ্রহকে উৎসর্গ করা হয়। শাস্ত্র অনুসারে, গ্রহগুলিকে যদি অনুকূলে রাখতে হয়, তবে দিন হিসেবে কিছু কিছু কাজ করা থেকে বিরত থাকা উচিত।
2/7
মহাভারতের অনুশাসন পর্ব অনুসারে, মঙ্গলবার চুল কাটার অর্থ হল অকাল মৃত্যুকে আমন্ত্রণ জানানো। এর ফলে মঙ্গল দোষও হয়।
3/7
মঙ্গলবার ভুল করেও উরদ ডাল খাওয়া উচিত নয়। এই দিনে উরদ ডাল খেলে শনি মঙ্গলের সংমিশ্রণ আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে।
4/7
কর্মক্ষেত্রে আপনাদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এসময় আপনি ব্যবসাক্ষেত্রে টাকা বিনিয়োগ করতে পারেন।আপনাদের পারিবারিক থেকে দাম্পত্য জীবনে অশান্তি আসবে।
5/7
সেখান থেকে তা মিলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যদি হনুমানজির পূর্ণ সমর্থন পেতে চান তবে অবশ্যই মঙ্গলবার দেবতার পুজো করুন।
6/7
মঙ্গলবারে ডাল খেতেও বারণ করে অনেকে। এই দিনে মনোস্কামনা পূর্ণ না হওয়া পর্যন্ত ডাল এড়িয়ে চলুন।
7/7
ডিসক্লেমার : প্রতিবেদনটিতে বক্তার মতামত, অভিযোগ নিজস্ব। বিষয়টি নিয়ে এবিপি লাইভের সম্পাদকীয় কোনও মতামত নেই।
Published at : 28 Nov 2022 04:36 PM (IST)