Tulsi Mala: তুলসীর মালা পরলে পাওয়া যায় অনেক উপকার? কী কী নিয়ম মানতে হয়?
আমাদের জীবনে অনেক সময় নানা ঘটনা ঘটে। যার উত্তর আমাদের কারও কাছেই থাকে না। শান্তি পাওয়ার জন্য আমরা কত কিছুই না করে থাকি। কিন্তু আপনি কি জানেন আপনি যদি আপনার গলায় একটি তুলসীর মালা ধারণ পরতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট কেটে যাবে?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তুলসীর মালা পরার ক্ষেত্রেও তাই। আমরা সাধারণত বাড়িতে তুলসী গাছ রেখে থাকি। মা তুলসী কে ৩৩ কোটি দেব-দেবতার সমান বলে গণ্য করা হয়। মনে করা হয়, এই মালার মধ্যে রয়েছে এমন এক শক্তি, যা আপনার শরীরের ভিতরে শক্তি যোগাবে, মনকে শান্ত করবে।
তবে যারা তুলসীর মালা ধারণ করছেন তাদের কতগুলো নিয়ম পালন করতে হয়। তুলসীর মালা ধারণ করার সময় বা তার আগে কোন রকম ভাবে মদ, মাংস এ ছাড়া পেয়াজ, রসুন ভক্ষণ করা যাবে না, তাকে একেবারেই নিরামিষ ভক্ষণ করতে হবে, স্বাভাবিক জীবন যাপন করতে হবে।
তুলসীর মালা কোন একদিন যদি আপনি পরে থাকেন তাহলে সারা জীবনেও তা আপনি খুলতে পারবেন না, একবার পরবেন একবার খুলবেন এমনটা করলে কিন্তু হবে না।
সাধারণত দুই ধরনের তুলসীর মালা হয় রাম তুলসী আর শ্যাম তুলসী, কিন্তু কিভাবে চিনে নেবেন এই তুলসী তা জেনে নিন। মালাকে বেশ কিছুক্ষণ গঙ্গা জলের মধ্যে ভিজিয়ে রাখুন যদি দেখেন যে অনেক পরিমাণে রং ছাড়তে শুরু করেছে তাহলে বুঝবেন এই তুলসীর মালা নকল তা কিন্তু একেবারে বাতিল করতে হবে।
তুলসী মালা ধারণ করলে আপনার জীবনে কী কী উপকারিতা পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়? বাড়িতে তুলসী গাছ থাকলে যেমন সেই বাড়ির মধ্যে পজিটিভ এনার্জি অনেকাংশ বেড়ে যায়, ঠিক তেমনি আপনি যদি আপনার শরীরে তুলসীর মালা ধারণ করেন, তাহলে আপনার মন শান্ত থাকবে এবং মনের মধ্যে পজেটিভ এনার্জি অনেক পরিমাণে বেড়ে যাবে।
তুলসীর মালা ধারণ করলে লক্ষ্মীনারায়ণ এবং কৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায়। যাদের বৃহস্পতি দুর্বল, তারা যদি এই মালা পড়তে পারেন তাদের বৃহস্পতি অনেক পরিমানে শক্ত হয় অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে অনেক বেশি শান্তি লাভ হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -