Vastu Shastra: সম্পদ থেকে স্বাস্থ্য, বাস্তুর এই নিয়মগুলি আপনার জীবন বদলে দিতে পারে..
বাস্তুর কিছু নিয়ম মেনে চললে সংসারের হারিয়ে যাওয়া সুখ-শান্তি ফিরে আসবে। খুব সামান্য এদিক ওদিকে, জীবনের বড় হেরফের ঘটে যাবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসম্পর্ক ভাল রাখতে হলে বাস্তুতে নজর রাখতে হবে। বেডরুমে কখনও কোনও জীব জন্তুর স্থাপত্য, ছবি রাখবেন না। নতুবা সম্পর্ক ভাঙতে শুরু করবে।
বেড রুমে কখনও ড্রেসিং টেবিল রাখবেন না। যদি থাকে, সেক্ষেত্রে শোওয়ার সময়, শরীরের কোনও অংশ প্রতিফলিত না হয়। কাপড় দিয়ে ঢেকে রাখুন।
বেড রুমের দেওয়ালগুলি হালকা রঙ ব্যবহার করুন। যে কোনও রঙের ভিতরের সাদার অংশ বেশি রাখুন। এতে শান্তি বজায় থাকবে।
ঘরের ভিতরের আলোও একটা বড় ভূমিকা রাখে। হালকা রঙের আলো ব্যবহার করুন। ভোরে সূর্যের আলো প্রবেশ করতে দিন।
বেড রূমে যুদ্ধের ছবি রাখবেন না। দক্ষিণ দিকে বা পূর্ব দিকে মাথা দিয়ে ঘুমোন। যে দিকে মাথা দেবেন, সেদিকে খাটের পিছনে যেনও দেওয়াল থাকে।
সৌন্দর্য বাড়াতে গিয়ে বেডরুমে অ্যাকোরিয়াম রাখবেন না। গ্লাস বা কাচের বয়ামের মধ্য়েও মাছ রাখবেন না। ড্রয়িং রুমে রাখতে পারেন।
বেডরুমের ক্ষেত্রে আরও কয়েকটি বিষয় খেয়ালে রাখবেন। বেডরুম চতুর্ভুজ বা আয়তক্ষেত্র আকারের করার চেষ্টা করবেন।
বেডরুমে কোনও বাইক , হেলিকপ্টার, প্লেনের ডিজাইনের ঘড়ি রাখবেন না। এতে জীবনে প্রভাব ফেলতে পারে।
বন্ধ ঘড়ি কখনও কোনও ঘরে রাখবেন না। বেড রুমে খারাপ চার্জার রাখবেন না। নেগেটিভ ভাইব পড়তে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -