Vastu Shastra: সম্পদ থেকে স্বাস্থ্য, বাস্তুর এই নিয়মগুলি আপনার জীবন বদলে দিতে পারে..
Vastu Shastra Care বাস্তুর এই নিয়মগুলি আপনার জীবন বদলে দিতে পারে , দেখুন একনজরে..
সম্পদ থেকে স্বাস্থ্য, বাস্তুর এই নিয়মগুলি আপনার জীবন বদলে দিতে পারে..
1/10
বাস্তুর কিছু নিয়ম মেনে চললে সংসারের হারিয়ে যাওয়া সুখ-শান্তি ফিরে আসবে। খুব সামান্য এদিক ওদিকে, জীবনের বড় হেরফের ঘটে যাবে।
2/10
সম্পর্ক ভাল রাখতে হলে বাস্তুতে নজর রাখতে হবে। বেডরুমে কখনও কোনও জীব জন্তুর স্থাপত্য, ছবি রাখবেন না। নতুবা সম্পর্ক ভাঙতে শুরু করবে।
3/10
বেড রুমে কখনও ড্রেসিং টেবিল রাখবেন না। যদি থাকে, সেক্ষেত্রে শোওয়ার সময়, শরীরের কোনও অংশ প্রতিফলিত না হয়। কাপড় দিয়ে ঢেকে রাখুন।
4/10
বেড রুমের দেওয়ালগুলি হালকা রঙ ব্যবহার করুন। যে কোনও রঙের ভিতরের সাদার অংশ বেশি রাখুন। এতে শান্তি বজায় থাকবে।
5/10
ঘরের ভিতরের আলোও একটা বড় ভূমিকা রাখে। হালকা রঙের আলো ব্যবহার করুন। ভোরে সূর্যের আলো প্রবেশ করতে দিন।
6/10
বেড রূমে যুদ্ধের ছবি রাখবেন না। দক্ষিণ দিকে বা পূর্ব দিকে মাথা দিয়ে ঘুমোন। যে দিকে মাথা দেবেন, সেদিকে খাটের পিছনে যেনও দেওয়াল থাকে।
7/10
সৌন্দর্য বাড়াতে গিয়ে বেডরুমে অ্যাকোরিয়াম রাখবেন না। গ্লাস বা কাচের বয়ামের মধ্য়েও মাছ রাখবেন না। ড্রয়িং রুমে রাখতে পারেন।
8/10
বেডরুমের ক্ষেত্রে আরও কয়েকটি বিষয় খেয়ালে রাখবেন। বেডরুম চতুর্ভুজ বা আয়তক্ষেত্র আকারের করার চেষ্টা করবেন।
9/10
বেডরুমে কোনও বাইক , হেলিকপ্টার, প্লেনের ডিজাইনের ঘড়ি রাখবেন না। এতে জীবনে প্রভাব ফেলতে পারে।
10/10
বন্ধ ঘড়ি কখনও কোনও ঘরে রাখবেন না। বেড রুমে খারাপ চার্জার রাখবেন না। নেগেটিভ ভাইব পড়তে পারে।
Published at : 14 Jun 2024 09:43 AM (IST)