Vastu Tips: বাস্তুমতে দোকানের কোনদিকে বসলে অর্থভাগ্য শুভ হবেই?
বাস্তুশাস্ত্র অনুসারে, আপনি যদি দোকানে টেবিল বা চেয়ারে বসে থাকেন তবে আপনার দক্ষিণ বা পশ্চিম দিকে বসতে হবে, অর্থাৎ উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসতে হবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাজারে বিভিন্ন জিনিসের বিভিন্ন দোকান পাওয়া যায়। একই বাস্তু নিয়ম এই দোকানগুলিতে প্রযোজ্য। জেনে নিন এমনই একটি দোকানের বাস্তু সংক্রান্ত কিছু বিষয় সম্পর্কে।
দোকান যদি পশ্চিম দিকে হয় তবে দোকানের মালিকের কখনই উত্তর-পূর্ব দিকে বসবেন না। তাহলে যতটা লক্ষ্মীলাভের ভাগ্য থাকে তা বিঘ্নিত হয়।
বাস্তুশাস্ত্র অনুসারে, আপনি যদি দোকানে টেবিল বা চেয়ারে বসে থাকেন তবে আপনার দক্ষিণ বা পশ্চিম দিকে বসতে হবে।
প্রবেশদ্বার কখনই আগ্নেয় কোণে অর্থাৎ দক্ষিণ ও পূর্ব দিকের কোণে এবং পশ্চিম কোণে অর্থাৎ উত্তর-পশ্চিম দিকে তৈরি করা উচিত নয়।
উত্তর-পূর্ব বা আগ্নেয় কোণে ভুলে গিয়েও টেবিল বা চেয়ার রাখা উচিৎ নয়। বাস্তুশাস্ত্রে পূজার ঘর সম্পর্কিত কিছু নিয়ম বলা হয়েছে। পূজার ঘর যদি বাস্তুশাস্ত্র অনুসারে হয়, তাহলে ব্যক্তির জীবনে সুখ-সমৃদ্ধি আসে এবং ভাগ্যও উজ্জ্বল হয়।
দোকানটি যদি পশ্চিম দিকে হয় তবে দোকানের মালিকের বসার জন্য কখনই উত্তর-পূর্ব কোণ বেছে নেওয়া উচিৎ নয়। দোকান, কারখানা, অফিস ইত্যাদিতে নির্মিত পূজার ঘরেরও গুরুত্ব রয়েছে। এমনকি একটি ভুলও ব্যক্তির ভাগ্যে বাধা সৃষ্টি করতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -