Mirrors: বাড়িতে রাখা শখের আয়নার যত্ন নেবেন কীভাবে? আপনার জন্য রইল কিছু সহজ টিপস
অনেকেই বাড়িতে শখ করে আয়না রাখেন। আজকাল বিভিন্ন ডিজাইনের বেশ শৌখিন আয়না পাওয়াও যায়। তবে শুধু আয়না রাখলেই তো হবে না। তার সঠিক যত্নও প্রয়োজন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঘরের মধ্যে থাকা অর্থাৎ ড্রেসিং টেবিল বা অন্যত্র থাকা আয়নার যত্ন একরকম ভাবে করা দরকার। অন্যদিকে অনেকের বাড়িতেই বাথরুমেও আয়না থাকে। তার আলাদা করে যত্নের প্রয়োজন রয়েছে।
আয়না অনেকদিন ভাল রাখতে চাইলে, দাগছোপ থেকে দূরে রাখতে চাইলে নিয়মিত ভাবে আয়নার যত্ন করা প্রয়োজন। কীভাবে শখের আয়নার যত্ন নেবেন, সেটা একনজরে দেখে নেওয়া যাক।
প্রতিদিনই আয়না মুছে পরিষ্কার রাখতে হবে। এই মোছার কাজে সুতির নরম কাপড় বা রুমাল ব্যবহার করতে পারেন। রোজ আয়না পরিষ্কার করলে চট করে সেখানে দাগছোপ ধরবে না।
আয়নার আশপাশে যদি জল থাকে তাহলে সাবধান। কারণে জলের দাগ খুব বাজে ভাবে আয়নার মধ্যে থেকে যায়। মূলত কাচের যেকোনও জিনিসেই জলের দাগ স্পষ্ট ভাবে বোঝা যায়। তাই বাথরুমে আয়না রাখলেও যেখানে জল নেই এমন অংশে রাখলে ভাল।
আয়না মোছার কাজে শুকনো নরম কাপড় ব্যবহার করতে হবে। আর আয়না মোছার সময় কোনও লিকুইড ব্যবহার করলেও খুব শুকনো করে সেটা মুছে নিতে হবে। নাহলে ওই তরলের দাগ আয়নায় থেকে যাবে।
অনেকে সাবানজল দিয়ে আয়না পরিষ্কার করেন। এক্ষেত্রে আয়না সহজে পরিষ্কার হয় ঠিকই। কিন্তু আয়না একদম শুকনো করে মুছে নেওয়া প্রয়োজন। নাহলে সাবানের দাগ থেকে যাবে আয়নায়।
আয়না ঢেকে রাখতে চাইলে শুকনো এবং নরম কাপড় ব্যবহার করা উচিত। এক্ষেত্রে সুতির কাপড় সবচেয়ে ভাল। আয়না অনেকদিন ভাল রাখতে চাইলে সবসময় আয়না শুকনো রাখা প্রয়োজন।
কাচের আয়না খুবই শৌখিন জিনিস। তাই সহজে ভেঙে যেতে পারে। সেজন্য বাড়ির বাচ্চাদের আয়না থেকে দূরে রাখুন। নাহলে বিপদ ঘটতে পারে। আয়না ভেঙে গেলে সেই কাচ থেকেই বিপদ হতে পারে।
আয়নার মধ্যে হাত দিলে আঙুলের ছাপ পড়ে যায় আয়নায়। তাই এই কাজ থেকে বিরত থাকেন। যেকোনও তরল দিয়ে আয়না পরিষ্কার করলেও আয়না নষ্ট হয়ে যেতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -