Fitness Tips: ওজন ঝরাবে খেলাধুলো! কোনটা বেছে নেবেন? কীভাবে তাড়াতাড়ি মিলবে ফল?

Health Tips:দ্রুত ওজন ঝরাতে চোখ বুজে ভরসা করা যায় কিছু খেলাধুলোর উপর, সেগুলো কী?

প্রতীকি চিত্র

1/10
ওজন ঝরাতে গেলে শুধু ডায়েট নয়, প্রয়োজন নিয়ম মেনে শরীরচর্চারও। এক একজন এক একরকম শরীরচর্চায় ভরসা রাখেন। দ্রুত ওজন ঝরাতে চোখ বুজে ভরসা করা যায় কিছু খেলাধুলোর উপর, সেগুলো কী?
2/10
সাঁতার: ১ ঘণ্টা ঠিকমতো সাঁতার কাটলে তা অন্তত ৫০০ থেকে ৭০০ ক্যালোরি খরচ করতে পারে। বোন জয়েন্ট, মাংসপেশি থেকে শুরু করে ফুসফুস, হার্ট-সব কিছুর উপকার হবে।
3/10
বাস্কেটবল: এই খেলা এখন ভারতেও প্রচলিত। অসম্ভব শারীরিক পরিশ্রম লাগে। ক্যালোরি খরচে পাশাপাশি, উচ্চতা এবং দেহের আকার ঠিক রাখতেও সাহায্য় করে।
4/10
ফুটবল: অনেকে বলে থাকেন, এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। ১ ঘণ্টার কঠোর অনুশীলন ৮০০-৯০০ ক্যালোরি পর্যন্ত খরচ করাতে পারে। পুরো শরীরের এক্সারসাইজ হয় এই খেলায়।
5/10
সাইক্লিং: বাচ্চা থেকে বয়স্ক- সকলেরই পছন্দের। ক্যালোরি খবর করার জন্য় এবং অবশ্যই মন ভাল রাখার জন্যই সাইকেল চালানোর অভ্যাস জরুরি। ইদানিং যন্ত্রের সাহায্যেও এর উপকারিতা মেলে।
6/10
জিমন্যাস্টিকস:দেহের, বিশেষ করে মাংসপেশির স্থিতিস্থাপকতা এবং পেশির জোর বৃদ্ধি করে। ওজন ঝরাতেও খুব কাজে দেয়। তবে দীর্ঘদিনের অভ্যাস প্রয়োজন।
7/10
টেনিস: ওজন ঝরাতে, রোগা হতে এই খেলার কোনও জুড়ি নেই। প্রবল পরিশ্রম হয়েছে এই খেলায়। দরকার হয় ফিটনেসেরও।
8/10
বক্সিং বা যে কোনও মার্শাল আর্ট: মনসংযোগ, ধৈর্য এবং শারীরিক ক্ষমতা- সব কিছুর জন্য়ই ভরসা করা যায়। ফিটনেস তৈরির জন্য়ও কার্যকরী।
9/10
দৌড়: ওজন ঝরাতে এর কোনও জুড়ি নেই। অন্য কোনও কিছু না করে, প্রতিদিন নিয়ম করে দৌড়লে বা জগিং করলে দ্রুত ওজন কমবে।
10/10
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Sponsored Links by Taboola