Weight Loss: দ্রুত ওজন কমাতে চান ? ৯ ভুল ভুলেও নয়
অনেকেই দ্রুত ওজন কমাতে চেষ্টা করেন। আর সেই করতে গিয়েই বেশ কিছু ভুল করে বসেন। ওজন কমানোর আগে কিছু ব্যাপার মাথায় রাখতে হবে।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমনমেজাজ বিগড়ে যেতে পারে - ওজন কমাতে শুরু করেছেন। কঠিন ডায়েট মেনে চলছেন। এই সময় কিন্তু মনমেজাজ বিগড়েও যেতে পারে। সেটা খেয়াল রাখুন।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
অপুষ্টি - ডায়েটের চক্করে পড়ে অনেকরকম খাবারই এড়াতে শুরু করেন অনেকে। এতে শরীর জরুরি উপাদানের পরিমাণ কমে যেতে পারে। যা থেকে শারীরিক সমস্যা দেখা দিতে পারে।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
প্রোটিনে পুরো ভরসা নয় - কার্ব কমিয়ে অনেকে প্রোটিন ও ফাইবারের পরিমাণ বাড়িয়ে দেন। প্রোটিন পুরো ভরসা করবেন না। কিডনির বিপদ হতে পারে।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
পেশির ক্ষয় - ওজন কমাতে গিয়ে অনেকেই বেশি ওজন কমিয়ে ফেলেন। এক্ষেত্রে প্রভাব পড়ে পেশির ওপর। পেশি ক্ষয়ে যেতে পারে। যা মোটেই কাম্য নয়।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
তাড়াহুড়ো - খুব তাড়াহুড়ো করে কোনও কাজই হয় না। ওজন কমানোও সম্ভব নয়। তাই এক বা দুইমাসের মধ্যে ১০ কেজি ওজন ঝরিয়ে ফেলব, এমন লক্ষ্য ঠিক না করাই ভাল।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
অধৈর্য - ওজন কমানোর সংকল্প অনেকেই নেন। কিন্তু ধৈর্যও হারিয়ে ফেলেন অনেকে। তাই ধৈর্য ধরাও প্র্যাকটিস করতে হবে। একদিনে হবে না, কিন্তু একদিন হবে।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
কঠিন ডায়েট - অনেকেই ওবেসিটিতে ভোগেন। কাল থেকে সব খাবার খাওয়া ছেড়ে দেব। এরকম ভাবলে তা মেনে চলা কঠিন হয়ে পড়ে। তাই ওজন কমাতে ধাপে ধাপে এগোন।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
কার্ব ভুলে যাওয়া - ওজন কমাতে গিয়ে অনেকেই খাবার থেকে কার্বোহাইড্রেট একেবারে বাদ দিয়ে দেন। এতে হিতে বিপরীত হতে পারে। কারণ কার্বই আমাদের শরীরে মূল শক্তি জোগায়।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
ইটিং ডিসঅর্ডার - দ্রুত ওজন কমাতে গিয়ে এই সমস্যা প্রায়ই দেখা যায়। অনেক দিন না খাওয়ার পর যা মন চায়, তাই খেতে শুরু করেন অনেকে। একে ইটিং ডিসঅর্ডার বলা হয়। (ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।ছবি সৌজন্য - ফ্রিপিক)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -