Weight Loss Tips: ঝটপট ঝরবে ওজন, এভাবে খাবার খান প্রতিদিন
ওজন কমানোর জন্য বিভিন্ন উপায় মেনে চলেন অনেকে। যার মধ্যে শরীরচর্চা, ডায়েট চার্টে পরিবর্তন তো আছেই। এর পাশাপাশি আরও কিছু সহজ পরিবর্তন প্রয়োজন। যা আসলে উপেক্ষা করা হয়। যার মধ্যে রয়েছে খাবার চিবিয়ে খাওয়া।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযতই তাড়াহুড়ো থাকুক না কেন, যখন যা খাচ্ছেন, তা অবশ্যই চিবিয়ে খেতে হবে। এতে খাবার খাওয়ার গতি কমে। ক্যালোরি গ্রহণও কমতে পারে। যা ওজন কমানোর জন্য অত্যন্ত প্রয়োজন।
খাবার ধীরে ধীরে চিবিয়ে খেলে তৃপ্তি মেলে। আপনার পেট যে ভরেছে তা বুঝতে মস্তিষ্কের ২০ মিনিট সময় লাগে। ধীরে ধীরে খেলে খুব বেশি খাওয়ার আগে বোঝা যায় পর্যাপ্ত খাওয়া হয়েছে।
চিবিয়ে খেলে খাবার হজমও সহজ হয়। পাশাপাশি শরীরে পুষ্টি শোষণেও সাহায্য করে। যার জন্য অতিরিক্ত খাওয়ার ইচ্ছে চলে যায়। এর ফলে ওজন কমানোর পথও সহজ হয়।
গবেষণায় দেখা গেছে যে যাঁরা খাবার চিবিয়ে খায় তাঁরা খাবারের সময় কম ক্যালোরি গ্রহণ করে। কারণ ধীরে ধীরে খাওয়ার ফলে খিদের মাত্রা কমে, অতিরিক্ত খাওয়ার প্রবণতাও কমে।
খাবার ঠিকভাবে না চিবিয়ে খেলে পরিপাকতন্ত্রের উপর অতিরিক্ত চাপ দিতে পারে। যার ফলে ফোলাভাব এবং বদহজম হয়।
সঠিকভাবে খাবার চিবিয়ে খেলে রক্তে শর্করার বৃদ্ধি রোধ করে। পুষ্টি উপাদান ধীরে ধীরে শোষণ হতে পারে।
চিনিযুক্ত এবং উচ্চ-ক্যালোরিযুক্ত খাবার বেশি খাওয়ার ইচ্ছে কমতে পারে। পাশাপাশি চিবিয়ে খেলে শরীরে এনার্জির মাত্রা ঠিক থাকে।
ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -