Weight Loss Tips: ওজন কমানোর সফরে খেয়াল রাখুন কয়েকটি সাধারণ বিষয়, ফল পাবেন হাতেনাতে
Weight Loss Journey: খুব প্রয়োজন না হলে চেষ্টা করুন বেশি রাত না জাগার। কারণ রাতে বেশি জাগলে খিদে পাবেই। আর সেই খাইখাই ভাব থেকে হাবিজাবি খাওয়া হবে, যা ওজন বাড়িয়ে দেয়।
Continues below advertisement
ছবি সূত্র- পিক্সেলস
Continues below advertisement
1/10
ছবি সূত্র- পিক্সেলস। ওজন কমানোর জন্য প্রচুর কসরত করছেন? তাহলে কয়েকটি বিষয় খেয়াল রাখুন। অজান্তে হওয়া কিছু ভুলের জন্য নাহলে বাড়বে সমস্যা।
2/10
ছবি সূত্র- পিক্সেলস। ওজন কমাতে চাইলে শরীরচর্চার পাশপাশি অবশ্যই নজর দিতে হবে খাওয়া-দাওয়ার দিকেও। অনেকক্ষণ খালি পেটে থাকা চলবে না।
3/10
ছবি সূত্র- পিক্সেলস। মেদ ঝরানোর জন্য একটা নিয়ম মেনে চলা জরুরি। বারে বারে অল্প পরিমাণে খাবার খেতে হবে। একসঙ্গে অনেকটা পরিমাণে খাবার খাওয়া উচিত নয়।
4/10
ছবি সূত্র- পিক্সেলস। ওজন কমাতে চাইলে নিয়মিত শরীরচর্চা করতে হবে। দিনে অন্তত ৩০ মিনিট ওয়ার্ক আউট করা জরুরি। আর নিয়মিত করতে হবে এই শরীরচর্চা।
5/10
ছবি সূত্র- পিক্সেলস। ওজন কমাতে চাইলে ডিনার সেরে নিন সন্ধের মধ্যে। এমনিতেও বেশি রাত করে খেলে বদহজমের সমস্যা দেখা দিতে পারে। তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে নেওয়া সবসময়েই স্বাস্থ্যের পক্ষে ভাল।
Continues below advertisement
6/10
ছবি সূত্র- পিক্সেলস। খুব প্রয়োজন না হলে চেষ্টা করুন বেশি রাত না জাগার। কারণ রাতে বেশি জাগলে খিদে পাবেই। আর সেই খাইখাই ভাব থেকে হাবিজাবি খাওয়া হবে, যা ওজন বাড়িয়ে দেয়।
7/10
ছবি সূত্র- পিক্সেলস। তেল, মশলা যুক্ত খাবার, ভাজাভুজি, স্ট্রিট ফুড, জাঙ্ক ফুড - এগুলি এড়িয়ে চলতে পারলেই ওজন অনেকটা নিয়ন্ত্রণে থাকবে। রোজের মেনুতে রাখুন বাড়ির সাধারণ খাবার।
8/10
ছবি সূত্র- পিক্সেলস। দৈনন্দিন জীবনে চিনির পরিমাণ কমান। প্রথমে কমানো শুরু করুন। তারপর একেবারে বন্ধ করুন। চিনি খাওয়ার অভ্যাস বাদ দিলে ওজন অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে।
9/10
ছবি সূত্র- পিক্সেলস। তবে ওজন কমানোর জন্য কখনই ক্র্যাশ ডায়েট করবেন না। মানে হঠাৎ করে সব খাওয়া বন্ধ করে দেবেন না। এর ফলে শরীরে একাধিক জিনিসের ঘাটতি হতে পারে।
10/10
ছবি সূত্র- পিক্সেলস। মেদ ঝরানোর জন্য শরীরচর্চা করুন রোজ। তবে নিজের শারীরিক ক্ষমতার বাইরে গিয়ে শরীরচর্চা করতে যাবেন না। এর ফলে হিতে বিপরীত হতে পারে।
Published at : 27 Dec 2025 02:48 PM (IST)