Malaria : দু'মাসে রাজ্যে দ্বিগুণ বাড়ল ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা, আতঙ্ক আরেক জ্বর নিয়েও !

জুলাই-অগাস্ট-সেপ্টেম্বরকে মোটামুটি ভাবে ম্যালেরিয়া ও ডেঙ্গির মাস বলে ধরা হয়। গত দুমাসে রাজ্যে অনেকেরই ম্যালেরিয়া ধরা পড়েছে।

Malaria : দু'মাসে রাজ্যে দ্বিগুণ বাড়ল ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা, আতঙ্ক আরেক জ্বর নিয়েও !

1/10
ম্যালেরিয়া, ডেঙ্গির মতো পতঙ্গবাহিত রোগগুলির তথ্য় রাজ্য নিয়মিত কেন্দ্রকে পাঠিয়ে থাকে। সেই পরিসংখ্যান অনুযায়ী, গত ৩০ এপ্রিল রাজ্যে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৮৬০। ৩০ জুন অর্থাৎ ঠিক দুমাসের মাথায় তা পৌঁছে গিয়েছে ৪ হাজার ৫১৫-য়।
2/10
রাজ্যে লাফিয়ে বাড়ছে ম্যালেরিয়া (malaria) আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (health ministry) রাজ্যের (west bengal) দেওয়া যে ম্যালেরিয়া-রিপোর্ট (malaria report) প্রকাশ করেছে, তাতে দেখা গেল গত ২ মাসেই বাংলায় এই রোগে আক্রান্তের (infected) সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি।
3/10
আক্রান্তের সংখ্যার এমন বাড়বাড়ন্তে সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। তাঁদের বক্তব্য, মে ও জুনের এই তথ্য আসলে প্রাক-বর্ষার ম্যালেরিয়া আক্রান্তের তথ্য।
4/10
বর্ষা আসার আগে রাজ্যে কজন এই রোগে আক্রান্ত হয়েছেন সেটাই ধরা পড়েছে এই পরিসংখ্যানে। কিন্তু চলতি মাস ও তার আগের মাসের পরিসংখ্যান ধরলে ছবিটা আরও উদ্বেগজনক হতে পারে।
5/10
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, জুলাই-অগাস্ট-সেপ্টেম্বরকে মোটামুটি ভাবে ম্যালেরিয়া ও ডেঙ্গির মাস বলে ধরা হয়। গত দুমাসে রাজ্যে অনেকেরই ম্যালেরিয়া ধরা পড়েছে।
6/10
ম্যালেরিয়ার পাশাপাশি রাজ্যে ফিরেছে ডেঙ্গি আতঙ্কও। রোগ-প্রতিরোধে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রীও। এরইমধ্যে ডেঙ্গি প্রতিরোধে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
7/10
বর্ষার মরশুমে নানারকম জ্বর ভোগাচ্ছে শিশুদেরও। ডেঙ্গি ম্যালেরিয়ার পাশাপাশি চোখ রাঙাচ্ছে হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। তার উপর বর্ষার মরসুম এখনও শেষ হয়নি। সব মিলিয়ে চিন্তা থাকছেই।
8/10
অ্যানাফেলিস মশার মাধ্যমে ম্যালেরিয়া সংক্রমণ ছড়ায়। মশার লালারসের মাধ্যমে রক্তে মেশে। তারপর লিভারে বংশবৃদ্ধি হয় ম্য়ালেরিয়ার জীবাণুর। তারপরেই আসে কাঁপুনি দিয়ে জ্বর। সঙ্গে একাধিক উপসর্গও দেখা যায়।
9/10
চিকিৎসা বিজ্ঞানে উন্নতির পরেও এখনও এই রোগের নির্মূল করা যায়নি। ফলে মশা দূর করতে, মশার লার্ভা ধ্বংস করার বার্তা দেওয়া হয়।
10/10
মারণ হলেও এই সংক্রমণ ঠেকানো যায়, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ,সাহায্যে সুস্থও করে তোলা যায়। তাই ম্যালেরিয়া রুখতে মশা থেকে নিজেদের রক্ষা করুন।
Sponsored Links by Taboola