Colour Protecting Shampoo: 'কালার প্রোটেক্টিং শ্যাম্পু' আসলে কী? কেনই বা হয় এর ব্যবহার
চুলের রং অনেকদিন ধরে রাখতে হলে কালার প্রোটেক্টিং শ্যাম্পু ব্যবহার করা প্রয়োজন। সাধারণ শ্যাম্পু দিয়ে চুল ধুলে রং বেশিদিন স্থায়ী হয় না।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅনেকেই হয়তো জানেন না যে এই হেয়ার কালার প্রোটেক্টিং শ্যাম্পু আসলে কী বস্তু এবং তা কী কী কাজ করে। তাহলে সেটাই জেনে নেওয়া যাক।
অন্যান্য শ্যাম্পুর তুলনায় মাইল্ড বা হাল্কা হয় এইসব কালার প্রোটেক্টিং শ্যাম্পু। চুলের রং ধরে রাখার পাশাপাশি চুলের স্বাস্থ্য ঠিক রাখতে এবং চুলের বিভিন্ন সমস্যা দূর করতে এই ধরনের শ্যাম্পু কাজে লাগে।
হেয়ার কালার প্রোটেক্টিং শ্যাম্পু মূলত সালফেট ফ্রি হয়। অর্থাৎ এই শ্যাম্পুতে সালফেট থাকে না। তাই জন্যই অন্যান্য শ্যাম্পুর তুলনায় এই শ্যাম্পু মাইল্ড হয়।
কিন্তু সালফেট ফ্রি বলেই যে কালার প্রোটেক্টিং শ্যাম্পু চুলের জন্য খুব ভাল তা নয়। তাই হেয়ার স্টাইলিস্টের পরামর্শ ছাড়া যথেচ্ছ ভাবে হেয়ার কালার প্রোটেক্টিং শ্যাম্পু ব্যবহার করা উচিত নয়। এত ফলে চুলের বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে।
চুলের রঙের সঙ্গে জলের সম্পর্ক বিশেষ ভাল নয়। যতবার আপনি রং বা ডাই করা চুলে জল দেবেন ততবারই কিছুটা রং ধুয়ে যাবে। এক্ষেত্রে যদি সাধারণ শ্যাম্পু ব্যবহার করা হয় তাহলে চুলের রং দ্রুত উঠে যাবে। এর পাশাপাশি চুল মারাত্মক রুক্ষ হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে।
অতএব চুলে রং করালে অতি অবশ্যই হেয়ার কালার প্রোটেক্টিং শ্যাম্পু ব্যবহার করা প্রয়োজন। ভাল ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করা দরকার। কীভাবে কতটা এই জাতীয় শ্যাম্পু ব্যবহার করবেন তার পরামর্শ অভিজ্ঞ লোকের থেকে নেওয়া প্রয়োজন।
তবে চুলের রং অনেকদিন টিকিয়ে রাখতে হলে শুধু হেয়ার কালার প্রোটেক্টিং শ্যাম্পু ব্যবহার করলেই হবে না। মেনে চলতে হবে আরও কিছু নিয়ম।
চুলে রোজ শ্যাম্পু করা থেকে বিরত থাকুন। তাই বলে অপরিষ্কার চুল রাখবেন না। এর ফলে চুলের ক্ষতি হতে পারে। কিন্তু নিয়মিত শ্যাম্পু না করাই ভাল।
চুল শুকনোর জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার না করাই ভাল। এর ফলে চুলের রং নষ্ট হতে পারে। মূলত হেয়ার ড্রায়ারের গরম হাওয়ায় চুলের রং নষ্ট হয়। ছবি সূত্র- পিক্সেলস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -