Hair Care Tips: ত্বকে 'বোটক্স' হয়তো শুনেছেন, 'হেয়ার বোটক্স' কাকে বলে জানেন? রইল এই ট্রিটমেন্টের খুঁটিনাটি তথ্য
চুল ময়শ্চারাইজার বা আর্দ্র ভাব হারিয়ে ফেলে ত্বকের মতোই ডিহাইড্রেটেড হয়ে যায়। তখন প্রয়োজন হেয়ার বোটক্সের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহেয়ার বোটক্স চুলের ক্ষেত্রে 'অ্যান্টি-এজিং' রুখে দেওয়ার জন্যই করা হয়। মূলত চুলের রুক্ষ-শুষ্ক ভাব দূর করে, চুলের জেল্লা অর্থাৎ শাইন ফেরাতে কাজে লাগে।
অনেকের চুলেই স্প্লিট এন্ডস বা ডগা ফেটে যাওয়ার সমস্যা দেখা যায়। চুল দেখতে একদম জৌলুসহীন ম্যারম্যারে লাগে, যেন কোনও প্রাণ নেই। যাঁদের এইসব সমস্যা রয়েছে তাঁরা হেয়ার বোটক্স ট্রিটমেন্ট করাতে পারেন।
স্ট্রেটনিং, স্মুদনিং, পামিং, কালারিং- এইসব কেমিক্যাল ট্রিটমেন্টের ফলেও চুলের একদম বারোটা বেজে যায়। কার্যত প্রাণহীন হয়ে যায় চুলের গঠন। সেক্ষেত্রেও চুলে জেল্লা ফেরাতে ভরসা এই হেয়ার বোটক্স।
চুলের একদম গভীর স্তরে গিয়ে কন্ডিশনিং করা সম্ভব হয় এই প্রক্রিয়ার মাধ্যমে। হেয়ার কিউটিকলের মধ্যে গিয়ে কন্ডিশনিং করে হেয়ার ময়শ্চারাইজার ফিরিয়ে দেওয়া হয় এবং ধরে রাখতে সাহায্য করে হেয়ার বোটক্স।
চুলে ময়শ্চার রিটেন এবং লক করতে সাহায্য করে হেয়ার বোটক্স পদ্ধতি। আমাদের চুলে থাকে কেরাটিন, যা প্রতিনিয়ত একটু করে ক্ষয় হয়। হেয়ার বোটক্স কেরাটিন ট্রিটমেন্টের আপডেটেড এবং আপগ্রেড ভার্সান।
হেয়ার বোটক্স ট্রিটমেন্টের সক্রিয় উপকরণ ক্যাভিয়ার অয়েল, ভিটামিন বি৩, ভিটামিন ই এবং কোলাজেন। এই সমস্ত উপকরণ চুলে আর্দ্রভাব বজায় রাখতে সহায়তা করে।
প্রায় আড়াই থেকে তিনঘণ্টা সময় লাগে হেয়ার বোটক্স ট্রিটমেন্টের ক্ষেত্রে। বেশ দীর্ঘ সময়ের প্রক্রিয়া। চুলে প্রোডাক্ট (এক্ষেত্রে একজাতীয়) লাগিয়ে তা মুড়ে বা র্যাপ করে রাখা হয় যাতে চুলের কিউটিকলের একদম ভিতরে পৌঁছে যেতে পারে। এই প্রোডাক্ট লাগানোর আগে চুলে ভাল করে শ্যাম্পু করতে হবে।
চুলের ইলাস্টিসিটি ধরে রাখার জন্য একদম অভ্যন্তরে পুষ্টি পৌঁছনো প্রয়োজন। অতএব হেয়ার বোটক্স বেশ সময়সাপেক্ষ ট্রিটমেন্ট। কারও কোনও অ্যালার্জিক রিঅ্যাকশন থাকলে যিনি আপনার হেয়ার বোটক্স করছেন তাঁর পরামর্শ নিয়ে নেওয়া প্রয়োজন।
চার থেকে পাঁচ মাস এই ট্রিটমেন্টের উপকার পাবেন আপনি। পোস্ট হেয়ার বোটক্স ব্যবহার করতে হবে সালফার-ফ্রি শ্যাম্পু। এছাড়াও মিনারেল অয়েল, প্যারাবিন ইত্যাদি উপকরণ ছাড়া কন্ডিশনার ব্যবহার করা প্রয়োজন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -